সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

স্বীকৃতি বিষয়ে প্রজ্ঞাপন জারি করায় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qaumi3আওয়ার ইসলাম: স্বীকৃতিবিষয়ে প্রজ্ঞাপন জারি করায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে অভিনন্দন জানিয়েছে কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ। পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাসেম ও সদস্য সচিব আল্লামা ইয়াহইয়া মাহমুদ এক যুক্ত বিবৃতিতে বলেন, কওমী মাদরাসার লাখ লাখ শিক্ষার্থীদের স্বীকৃতির প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রজ্ঞাপন জারি করায় সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রীকে ধন্যবাদ জানাই।

কওমী মাদরাসার শিক্ষাব্যবস্থাপনা, শিক্ষাদানের বিষয় ও কওমী মাদরাসার শিক্ষাসনদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সুপারিশমালা প্রণয়নের জন্য গঠিত কমিশনের সুপারিশের আলোকে ‘বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠাকল্পে বর্তমান সময়ের আলোকে অধিকতর উপযোগীকরণের লক্ষ্যে পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ/মতামত শিক্ষামন্ত্রণালয়ে দাখিলের জন্য আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে আহ্বায়ক ও মুফতি রুহুর আমীনকে সদস্য সচিব করে কমিটি গঠন করায় আমরা সন্তোষ প্রকাশ করছি।

২৭ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের মিডিয়া কো-অর্ডিনেটর মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে তারা আরো বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সত্যিকার অর্থেই কওমী স্বকীয়তা বজায় রেখে যাতে সনদের স্বীকৃতি বাস্তবায়িত হয় তাতে সবারই সহযোগিতা করা উচিৎ।

কওমী মাদরাসার শিক্ষার্থীরা টিওশনি করার জন্য পড়াশোনা করছে না দাবি করে বিবৃতিতে বলা হয়, আজ তো অনেকে কওমী শিক্ষার্থীদের টিওশনি মৌলভীর সঙ্গে তুলনা করছেন। বাস্তব্যে কওমী মাদরাসার শিক্ষার্থীরা আল্লাহকে সন্তুষ্টির জন্যই পড়ালেখা করে থাকে। তবে কোনো স্বীকৃতি না থাকলেও সমাজে সম্মানের সঙ্গেই ধর্মীয় সব কাজে তাদের উপস্থিতি গোটা সমাজকেই আলোকিত করে রাখে।

অবিলম্বে স্বীকৃতির দাবি করে পরিষদ নেতৃবৃন্দ বলেন, ২০১৬ সালের মধ্যেই স্বীকৃতি দিয়ে প্রায় বিশ লাখ শিক্ষার্থীর নাগরিক অধিকার ফিরিয়ে দিন। বর্তমান সরকারেরই বরং ভাবমূর্তি উজ্জ্বল হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ