বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


সিন্ডিকেট করে কওমি মাদরাসা ধ্বংস করা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

younus (2)আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার সিন্ডিকেট করে চামড়া শিল্পকে ধ্বংস করে দেশের কোটি কোটি টাকার ক্ষতি করেছে অপরদিকে গরীব, দুঃখী ও এতিমদের হক নষ্ট করেছে।

তিনি বলেন, বিশ্ববাজারে চামড়ার মূল্য যখন অনেক বেশি তখন বাংলাদেশে চামড়ার ন্যায্য মূল্য না দিয়ে গরীব, দুঃখী ও মাদরাসার এতিমদের বঞ্চিত করে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার চামড়ার মূল্য প্রতি ফুট ৫০ টাক্যা নির্ধারণ করলেও এই দরে কোন ট্যানারীর মালিক চামড়া কিনেনি। কিন্তু ঈদের দিন মাদরাসার এতিমখানাসহ সারাদেশের গরীব মানুষের হক পশুর চামড়ার মূল্য নামে মাত্র টাকায় কিনছে বেপারীরা। ইতিহাসে এমন নজীর দ্বিতীয় আর নেই। সরকার সিন্ডিকেট করে কওমী মাদরাসাকে ধ্বংস করছে এবং চামড়া শিল্পকে ধ্বংস করে দেশকে তলাবিহীন ঝুঁড়ি বানানোর জন্য কাজ করছে। আমরা সরকারের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

১৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে দলটির মহাসচিব এসব কথা জানান।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ