বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

আজ কাবা শরিফে বিদায় তাওয়াফ করবেন খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-khaleda-copyআওয়ার ইসলাম: পরিবারের সদস্যদের নিয়ে আজ শুক্রবার রাতে পবিত্র কাবা শরিফে বিদায় তাওয়াফ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

এর পর আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রীয় প্রটোকলের মধ্য দিয়ে মক্কা নগরী থেকে মদিনার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা। মদিনায় পৌঁছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত ও নফল ইবাদত করবেন তাঁরা।

সৌদি বাদশাহ সৌদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে পরিবারের সদস্য ও কয়েকজন সফরসঙ্গী নিয়ে পবিত্র হজ সম্পন্ন করেছেন খালেদা জিয়া। এ সময় দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় দোয়া করেন তিনি।
খালেদা জিয়া, তারেক রহমান, তাঁর স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ পরিবারের সবাই এবার পবিত্র হজ সম্পন্ন করেছেন।
এর আগে সৌদি বাদশাহর আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে হজ করতে গত ৭ সেপ্টেম্বর উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, গৃহকর্মী ফাতেমাসহ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সৌদি আরবে পৌঁছার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাঁকে স্বাগত জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ