বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

নিজ হাতে কুরবানি দেবেন মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যেকোনো উৎসব-পার্বণে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভুল করেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এবারও তার ব্যত্যয় ঘটেনি। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে মুশফিক শুধু ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাননি, দিয়েছেন মূল্যবান কিছু পরামর্শও। সেই সঙ্গে জানিয়েছেন, এবারের ঈদে নিজের হাতেই কোরবানি দেবেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

ফেসবুক লাইভে শুরুতে শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, ‘হ্যালো, আসসালামু আলাইকুম। কুরবানির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমার মতো যাঁদের ওপর কুরবানি ওয়াজিব হয়েছে, তাঁরা অবশ্যই কুরবানি দেবেন। নিজ হাতে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমিও নিজ হাতেই কোরবানি দেব।’

কুরবানির তাৎপর্য সম্পর্কে পরামর্শ দিয়ে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘ঈদ আনন্দের, আসুন আমরা সবাই মিলে পরিবার আত্মীয়সজন, গরিব-মিসকিনদের সঙ্গে নিয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করি। আর কুরবানি দেওয়ার সময় অবশ্যই লক্ষ লাখবেন, পশুর রক্ত ও ময়লা-আবর্জনা অবশ্যই পরিষ্কার করবেন। মাটিতে পুঁতে ফেলুন, না হয় পানি দিয়ে ধুয়ে ফেলুন।’

আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘সামনে আমাদের আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা। সবার কাছে দোয়া চাইব, যেন ঘরের মাঠে এই দুটি সিরিজে সাফল্য পাই। তা ছাড়া তাসকিন আহমেদ ও আরাফাত সানির জন্য দোয়া চাই। তারা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়া থেকে আজই (সোমবার) দেশে ফিরেছে। তারা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।’

টঙ্গীর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়ে মুশফিক বলেন, ‘টঙ্গীতে যে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক মানুষের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর যাদের মৃত্যু হয়েছে আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন সেই দোয়া করি।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ