বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

ইঞ্জেকশনের মাধ্যমে মোটা তাজা গরু চেনার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

COW4আওয়ার ইসলাম: ঈদের আর বেশি দিন বাকি নেই। শুরু হয়ে গেছে কুরবানির হাট। প্রচুর ধুমধামে শুরু হচ্ছে কুরবানির পশু কেনা। সেইসাথে বাজারে ঢুকছে প্রচুর পরিমাণে ইঞ্জেকশন ওয়ালা মোটা তাজা গরু। এসব গরু মারাত্মক ক্ষতিকর। তাই গরু কেনার আগে এগুলো চেনার উপায়গুলো জেনে নিন।

→ট্যাবলেট খাইয়ে মোটাতাজা করা গরু চেনা খুব সজহ। যদি চেনার বিষয়গুলো আপনার জানা থাকে।

♦ অতিরিক্ত হরমোনের কারণে স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেয়া গরু র পুরো শরীরে পানি জমে মোটা দেখাবে। আঙুল দিয়ে গরুর শরীরে চাপ দিলে সেখানে দেবে গিয়ে গর্ত হয়ে থাকবে।

♦ স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেয়া গরু হবে খুব শান্ত। ঠিকমতো চলাফেরা করতে পারবে না। পশুর ঊরু অনেক মাংসল মনে হবে।

♦ স্টেরয়েড ট্যাবলেট খাওয়ালে গরুর প্রস্রাব বন্ধ হয়ে যায়, এর ফলে শরীরে পানি জমতে শুরু করে। ফলে গরু মোটাতাজা দেখায়। এ গরু নির্দিষ্ট সময়ের মধ্যে জবাই না করলে মারাও যেতে পারে, অথবা শরীরের মাংস কমে যেতে পারে।

তবে যাই হোক না কেন, এমন গরু র মাংস খাওয়া খুবই বিদজ্জনক। কারণ ওই ওষুধ তীব্র তাপেও নষ্ট হয় না। ফলে মানবদেহে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।

ক্ষতিকর হরমোন ব্যবহার করা গরু দেখলেই চেনা যাবে।

→বিশেষ করে গরু র পা ও মুখ ফোলা থাকবে।
→শরীর থলথল করবে।
→অধিকাংশ সময় গরু ঝিমাবে।
→সহজে নড়াচড়া করবে না।
→এমনকি গরু র শরীরের যে কোনো অংশে চাপ দিলে ডেবে যাবে।

এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের পশু চিকিৎসক ডা. আজমত আলী বলেন, অতিমাত্রায় হরমোন ব্যবহার করলে গরু র শরীরে ব্যাপক পানি জমে। এতে গরু মোটাতাজা দেখায়। কিন্তু গরু র কিডনি, লিভার ও পাকস্থলি নষ্ট হয়ে যায়। এই গরুর মাংশ খেলে মানব দেহে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ