বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে জঙ্গিবাদ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

photo-1472897204আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মান্নান বলেছেন, দেশে এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে জঙ্গিবাদ নেই। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান।

জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল মান্নান বলেন, সবাই সচেতন হলে জঙ্গিরা বাংলাদেশে আস্তানা গড়তে পারবে না।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। জঙ্গিবাদ নিয়ে যেকোনো সংবাদ যে কেউ সরাসরি জানাতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘আমার টেলিফোন ২৪ ঘণ্টা খোলা রয়েছে।’

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো জঙ্গিবাদ আস্তানা গড়তে পারেনি। ভবিষ্যতেও পারবে না।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, জঙ্গিবাদ একটি ভাইরাস। এর জন্য প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থা। তার মধ্যে আইনি কাঠামো সংশোধনও একটি প্রক্রিয়া হতে পারে।

ঢাবি উপাচার্যের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব ড. এ এস এম মাকসুদ কামাল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ