সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

যে পাতায় ঘর হবে ইঁদুর ও পোকামাকড় মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pudinaআব্দুল্লাহ বিন রফিক; আওয়ার ইসলাম

এই পৃথিবীর বুকে আমাদের সাথে ২০ কোটিরও বেশি প্রজাতির পোকামাকড়ের বসবাস। আর তাই মাকড়সা, তেলাপোকা ও ইঁদুর ইত্যাদির সহাবস্থান আমরা নিজেদের ঘরে খুঁজে পাই। আমাদের বাসস্থানের আনাচে-কানাচেই ঘুরে বেড়ায় এরা। খাটের চিপায়, শোকেসের নিচে, আলমারির তলে মাচায় মাচায় শোডাউন দেয় প্রতিনিয়ত। খেয়ে-দেয়ে সাবাড় করে নাকের ডগায় ঝামা ঘষে দিয়ে কখন যে বাতাসে মিলিয়ে যায় তাও ঠাওর করা যায় না। দল পাকিয়ে কখন যে কোথায় হানা দিবে তারও নেই কোনো ঠিক-ঠিকানা। তাই কামান দাগানোর মতো তাদের জব্দ করতে খুঁজি নানান জাতের অস্ত্র-শস্ত্র। ইঁদুর নিধন কল, গমের দানা, আঁঠা ফাঁদ সহ আরো কত কি!

কিন্তু কোনো কিছুতেই যেনো কাজ হয় না। তাদের জব্দ করা যেনো আকাশকুসুম কল্পনার নামান্তর। স্বয়ং ঈশ্বর যেনো তাদের রক্ষা করে চলেছেন। তাদের সুরক্ষা যেনো বিধির লিখন।

এখন আপনি চাইলে এই সমস্যা আপনি প্রাকৃতিক উপায়ে দূর করতে পারেন। আসুন জেনে নেই সেই মহা প্রাকৃতিক উপাদান সম্পর্কে যা দিয়ে খুব সহজে আমরা এই সমস্যার সমাধান করতে পারি।

একটু পুদিনা পাতা নিন। তারপর পানিতে ভালোভাবে বেঁটে চটকে স্প্রে বোতলে পুরে নিন। ঘরের কোণায় কোণায় ফাঁক-ফোঁকরে যেখানেই মাকড়সা ও তার জাল, তেলাপোকা  কীট-বিছুটি নজরে আসবে সেখানেই স্প্রে করবেন। দেখবেন, এতে আপনার ঘরে কেবল সুগন্ধি ছড়াবে তাই নয় বরং পোকামাকড়ও ঘরে ঢুকতে তাদের আত্মা চমকাবে।

পোকামাকড় ও ইঁদুর পুদিনার ঘ্রাণে ভয় পায়। আর যেখানে পুঁদিনা স্বয়ং বিদ্যমান সেখানে যেতে তারা থরথর কাঁপে।

প্রাকৃতিক উপায়ে ঘরবাড়ি পোকামাকড় মুক্ত রাখতে চাইলে পুঁদিনা খুব আদর্শ অবলম্বন। তাই আপনিও পরীক্ষা করে দেখতে পারেন।

সূত্র: রোজনামা পাকিস্তান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ