মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


সিলেটের লামাকাজীতে ট্রাক চাপায় একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jahedজাহেদ আহমদ, সিলেট থেকে

আজ (৮ আগস্ট) দুপুরে সিলেটের লামাকাজীস্থ এম এ খান সেতুর পশ্চিম পাড়ে ট্রাক দুর্ঘটনা নিহত হয়েছে একজন। নিহতের নাম শফিউল ইসলাম বারিক (৪০)। তিনি বিশ্বনাথ উপজেলা র লামাকাজী ইউনিয়নের সাংগিরাই গ্রামের শামসুন নুর এর ছেলে।

জানা যায় সিলেট থেকে ছেড়ে আসা ট্রাক (ঢাকা মেট্রো থ ১৪৭৪) লামাকাজী ব্রীজ এর পশ্চিম পাড়ে আসা মাত্র সামনে মোটর সাইকেল কে চাপা দেয় এবং ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী শফিউল ইসলাম বারিক নিহত হন। দুর্ঘটনা র পর ট্রাক চালক পালিয়ে যায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুর করে এবং সিলেট সুনামগঞ্জ রোডে প্রায় দু ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহত বারিক সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে লামাকাজী ইউপির ৭ নং ওযার্ড এর সদস্য প্রার্থী ছিলেন ঘটনার প্রায় দু ঘন্টা পর বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্বনাথ থানা র ওসি আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ