মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

ইসরায়েলের কারাগারে না খেয়ে ৫২ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistin5আব্দুল্লাহ বিন রফিক, আওয়ার ইসলাম

ইসরায়েলের কারাগারগুলোতে বর্তমানে অনশন করছেন শত শত ফিলিস্তিনি বন্দি। আগামী দিনগুলোতে এই সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

এক বিবৃতিতে ফিলিস্তিনি বন্দিদের ক্লাব জানিয়েছে, শুক্রবার নতুন করে আরো ৮০ বন্দি খানাপিনা বন্ধ করে দিয়েছে। ফলে ফিলিস্তিনি অনশনরত বন্দিদের সংখ্যা বেড়ে ৪০৫ এ গিয়ে দাঁড়িয়েছে। রোববার এই আন্দোলনে আরো বন্দি যোগ দেবে বলে জানা গেছে।

গত দুদিন ধরে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের কারাগারগুলোতে নতুন করে অনশন শুরু করেছে এসব বন্দিরা। ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের নেতা বিলাল কায়েদের সমর্থনে তারা এই অনশন শুরু করেছে। বিলাল না খেয়ে আছেন গত ৫২ দিন ধরে।

তাছাড়া ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দিদের ওপর চালানো নানা   অমানবিক টর্চার ও নির্যাতনের প্রতিবাদে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন এসব বন্দিরা। গত দু মাস ধরে বন্দিদের কোনো দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। উপরন্তু প্রত্যেক অনশনকারীকে ১৫৮ ডলার জরিমানা করেছে কারা আদালত।

তাছাড়া বন্দীদের দ্বিগুণ শাস্তি প্রদানের জন্য এক কারাগার থেকে অন্য কারাগারে ঠেলা-ধাক্কায় স্থানান্তর করার মতো অমানবিক আচরণ ইসরাইলি সেনাদের নিত্য দিনের অভ্যাস বনে গেছে।  বিশ্বস্ত সূত্রগুলোর বরাতে বন্দীরা বলছেন, বন্দীদের ওপর নির্মমতা ও নিপীড়নের মাত্রা এতটাই তুঙ্গে উঠেছে যে, আগামীতে প্রচণ্ড ক্ষোভ ও ক্রোধে ফেটে গিয়ে লক্ষ লক্ষ স্বাধীনতাকামী ফিলিস্তিনিরাও এই অনশনে যোগ দিতে পারে।

এদিকে এক ইসরায়েলি কারা কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহে হামাস বন্দিদের পৃথক সেলে সরিয়ে নেয় কারা কর্তৃপক্ষ। এমনকি তাদের মোবাইলগুলোও কেড়ে নেয়া হয়। এ থেকেই কারা অনশনের সূচনা।

সূত্র: রোজনামা খবরিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ