সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

আল হাদী মিডিয়া সেন্টারের পথ চলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

alhadi copy

আওয়ার ইসলাম:দুই ধারায় ইসলাম প্রচার করা যায়- ‘লিখে’ ও ‘বলে’। লেখা থেকে সবাই ফায়দা অর্জন করতে না পারলেও বললে সবাই শুনতে পারে; উপকার পেতে পারে সহজে। সমাজে যারা বক্তৃতা, ওয়াজ-নসিহত ও দ্বীনি আলোচনার মাধ্যমে খেদমত আঞ্জাম দিচ্ছেন তাঁদের অবদান অনস্বীকার্য।

ওয়াজ-নসিহত শুনে বহু মানুষ ইসলামের সঠিক তালিম পাচ্ছে। অজস্র পথভোলা মানুষ পাচ্ছে সঠিক দিশা। ওয়ায়েজগণ দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও দ্বীনের এই মহান-দায়িত্ব আঞ্জান দিচ্ছেন। কওমি মাদরাসা থেকে সর্বোচ্চ ডিগ্রীধারী আলেম-উলামারা এক্ষেত্রে সবচে’ জোরালো ও কার্যকরী ভূমিকা রেখে চলেছেন। প্রবীণ দেশবরেণ্য উলামা-মাশায়েখদের ধারা অনুসরণ করে কিছু তরুণ আলেমে দ্বীন ও সুমহান এই খেদমতের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন (আলহামদুলিল্লাহ)।

সময় এখন মিডিয়ার। কর্মব্যস্ত মানুষ ঘরে বসেই মিডিয়ার মাধ্যমে ধর্মীয় আলোচনা শুনতে পছন্দ করেন। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবের মাধ্যমে সহিহ আকিদা ও মানসম্মত ওয়াজ নসিহতের ভিডিও, অডিও ও এ্যাপস প্রকাশিত হওয়া সময়ের দাবি। বিষয়টি বিবেচনা করেই গত ২৫ মে ২০১৬তারিখে, অর্ধশত আলেমের উপস্থিতিতে গড়ে তোলা হয় একটি মিডিয়া সেন্টার। নাম ‘আল-হাদী মিডিয়া সেন্টার’।

কাজের সুবিধার্থে প্রথম বৈঠকেই মুফতী রেজওয়ান রফিকীকে আহ্বায়ক ও মাওলানা সাঈদ কাদিরকে সদস্য সচীব করে একটি আহ্বায়ক কমিটিও গঠন কর হয়।অচিরেই শুরু হবে অনলাইনভিত্তিক এ মিডিয়ার কার্যক্রম।

আল হাদী মিডিয়া সেন্টার বিষয়ে মাওলানা সাঈদ কাদির বলেন, সমাজের মানুষকে উন্নত উপস্থাপনার মাধ্যমে ভিডিও, অডিও ও এ্যাপসের সাহায্যে সত্য, সুন্দর ও মানসম্মত পরিবেশনা উপহার দেওয়া আমাদের লক্ষ্য। ‘আল হাদী মিডিয়া সেন্টার’ বক্তাদের ভাষাগত দক্ষতা, বর্ণনাগত নির্ভুলতা, উপস্থাপনাগত সৌন্দর্য, কুরআন তিলাওয়াত বিশুদ্ধিকরন ও ব্যক্তিত্বসম্পন্ন হতে আপ্রাণ প্রয়াস চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের প্রায় সব জেলার উদীয়মান তরুণ বক্তা-ওয়ায়েজ আলহাদীর ডাকে সাড়া দিয়েছেন। এর সদস্য সংখ্যা প্রায় অর্ধশত।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ