মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

বাংলাদেশ খেলাফত মজলিসের ত্রাণ তহবিল গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_7899" align="alignleft" width="485"]Khelaphot-1 ফাইল ফটো[/caption]

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেছেন, বন্যা দুর্গত মানুষের সাহায্য-সহযোগিতা করা সওয়াবের কাজ। সরকার ও প্রতিটি ব্যক্তির উচিৎ সামর্থের আলোকে বন্যার্তদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা।

তিনি আরো বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়ে আমাদের সাথে যে ধরনের আচরণ করছে তা বন্ধুত্বের পরিচয় নয়।

আজ (৫ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকাস্থ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দুর্গত মানুষের সাহায্য সহযোগিতার জন্য দলের নায়েবে আমীর মাওলানা ইসমাইল নুরপুরীকে আহবায়ক, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হককে সদস্য সচিব, নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, আর্ন্তজাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন হাবীবুর রহমান নির্বাহী সদস্য হাফেজ শহীদুর রহমান ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূরকে সদস্য করে কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন করা হয়।

সভায় সংগঠনের সকল নেতা কর্মী ও ঈমানদার তাওহিদী জনতাকে দুর্যোগ এলাকায় মানুষের পাশে দাঁড়ানো ও কেন্দ্রীয় ত্রাণ তহবিলে সহযোগিতার আহবান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা কোরবান আলী, প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ