শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

কুরআন-সুন্নাহর চর্চা না হলে সমাজে অনাচার দেখা দিবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

borunar pir copyএহসান বিন মুজাহির : বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী বলেছেন, কুরআন-সুন্নাহর চর্চা ও অনুসরণের অভাব হলে সমাজের সকল অঙ্গনে দুর্নীতি ও অনাচার দেখা দিবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে সমাজ যতই উন্নতি লাভ করুক ঈমান ও আল্লাহভীতি না থাকলে তা মানুষের ক্ষতি ও অকল্যাণে ব্যবহৃত হবে। মানুষের সকল আবিষ্কারকে অর্থপূর্ণ ও কল্যাণমুখী করার জন্যই অপরিহার্য প্রয়োজন ইলমে ওহীর চর্চা। ইসলামের অপব্যাখ্যা ও বিভিন্ন বাতিল মতবাদের স্বরূপ উন্মোচন করে সঠিক ইসলামী শিক্ষা ও ইসলামী চিন্তাধারা পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দেওয়াও আলেমদের কর্তব্য।

বুধবার দুপুরে বরুণাস্থ মসজিদে আবুবকরে নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী সবক অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থীদের সামনে তিনি এসব কথা বলেন। মুফতি রশিদুর রহমান ফারুক বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইলম অর্জন করতে হবে। পার্থিব কোনো উদ্দেশ্যে তা অর্জন করা যাবে না।

হজরত শায়খে বর্ণভী (রাহ.) এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মাদরাসার নতুন শিক্ষাবর্ষের সবক অনুষ্ঠানে আজ ২৭ জুলাই বৃহস্পতিবার মসজিদে আবুব বকর (রা.) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গুরুত্বর্পুণ নসিহত পেশ করেন, বরুণা মাদরাসার নায়েবে মুহতামিম ও শায়খুল হাদীসমুফতী রশিদুর রহমান ফারুক বর্ণভী, জামেয়ার শায়খুল হাদীস আল্লামা নসীব আলী, আল্লামা আব্দুল মুমিত ঢেউপাশি, জামিয়ার শিক্ষাসচিব মাওলানা রশীদ আহমদ হামিদীসহ মাদরাসা আসাতিজায়ে কেরাম।

ওএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ