সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

সংসদীয় কমিটিকে জমিয়তুল উলামার অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamiatul ulama logoআওয়ার ইসলাম ডেস্ক: অভিন্ন খুতবা তৈরিতে ইসলামিক ফাউন্ডেশনকে দেশের শীর্ষ আলেম-উলামার পরামর্শ গ্রহণ করার সুপারিশ করায় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছে জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় একলাখ আলেমের স্বাক্ষরগ্রহণকারী সংগঠন বাংলাদেশ জমিয়তুল উলামা।

জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সহসভাপতি শাইখুল হাদীস আল্লামা ইয়াহইয়া মাহমূদ এক বিবৃতিতে বলেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ইসলামিক ফাউন্ডেশন প্রচারিত বিদ্যমান খুতবা বাতিলের যে সুপারিশ করেছে তা সময়োযোগী ও দেশের শীর্ষ আলেমদের প্রাণের দাবি।

মাওলানা মাহমূদ বলেন, যে কোনো কিছু চাপিয়ে দিলে হয় না। ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরে প্রেসিডেন্ট হোসাইন মুহাম্মদ এরশাদও খুতবা চাপিয়ে দিতে চেষ্টা করেছিলেন। শীর্ষ আলেমদের সমর্থন না থাকায় তা সাফল্য পায়নি।

ইফার খুতবা পাঠ না করায় ইমাম আটকের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লামা ইয়াহইয়া মাহমূদ বলেন, দেশের সম্মানিত ইমামগণ ইসলামিক ফাউন্ডেশনের বেতনভুক্ত কর্মচারী নয় যে তারা যা চাপিয়ে দেবে তাই তারা মানবে।

শীর্ষ আলেমদের পরামর্শ ছাড়া ইফার এসব চাপিয়ে দেয়া কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করবে। জমিয়তুল উলামা মনে করে, ইমামগণ স্বাধীনভাবেই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবেন। কোথাও কেউ জঙ্গিবাদের পক্ষ নিলে তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। ইমামদের অহেতুক হয়রানি না করার আহ্বান জানান জমিয়তুল উলামার এই নেতা।

আজ ২৫ জুলাই ২০১৬ সোমবার দুপুরে বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমূদ এক বিবৃতিতে এসব কথা বলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ