শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

শৈলকুপায় গৃহবধুর মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ddখালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার রোজিনা নামের এক গৃহবধুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার উপর ফেলে রেখে গেছে দূর্বত্তরা। বুধবার রাত ১০ টার দিকে বড়দাহ গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ রাস্তা পাশ থেকে লাশ উদ্ধার করেছে। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে পুলিশ জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শৈলকুপার বড়দাহ গ্রামের মাসুদ রানার স্ত্রী রোজিনা খাতুন দুই সন্তানের জননী। তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে উঠেছে। আর ছোট মেয়ের বয়স ৪ বছর। রোজিনার স্বামী মাসুদ রানা ঢাকায় একটি কোম্পানীতে চাকরি করেন।
বুধবার রাতে তারাবির নামাজের সময় রোজিনাকে বাড়ীতে খুজে পাওয়া যাচ্ছিল না। বাড়ীর আশে পাশের মাঠ পানবরজসহ কয়েকটি জায়গায় খোজাখুজির পর রাত ১০টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। কিন্তু যেখানে মৃতদেহ পড়ে ছিল সেখানে কোন রক্তের চিহ্ন ছিল না। যে কারনে লাশ দেখে পরিবারের সন্দেহ হয় রোজিনাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে মহাসড়কে ফেলে দেওয়া হয়েছে।

রোজিনার পিতা আব্দুল আজিজ জানান, তার মেয়ের লাশ রাস্তায় পড়ে ছিল। তবে সেখানে কোন রক্ত না থাকায় তার সন্দেহ তার উপর শারিরীক নির্যাতনের পর হত্যা করে মহাসড়কে ফেলে রাখা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার এসআই কামাল হোসেন জানান, খবর পেয়ে রাস্তার পাশ থেকে গৃহবধু রোজিনার লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধু রোজিনা কে ধর্ষন ও হত্যা করা হয়েছে কিনা তা তদন্ত করার পর জানা যাবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটক/ওএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ