শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

রমজানে সেহরি উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব মজলিসহাবিবুল্লাহ সিরাজ : ইবাদতের মাস রমজান। রাতভর ইবাদত আর দিনভর উপাসনায় রমজান পালন করে মুমিন মন। এ রমজানে ইফতার সেহরিও এক পুণ্যময় কাজ। চারপাশে উৎসব ও আমেজে ইফতার পার্টি হলেও সাধারণত সেহরি পার্টির তেমন আয়োজন থাকে না। তবে এ অপূর্ণতাকে পূর্ণ করে দিতে প্রতিবারের মতো এবারও সেহরি পার্টির আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ খেলাফত যুব মজলিস খ-শাখা ঢাকা মহানগরীর রমজান শীর্ষক কর্মসূচি ‘সেহরি মাহফিল’। ব্যতিক্রম ধর্মী এ কর্মসূচি ইতিমধ্যে সংগঠনের সকল স্তরের কর্মীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

খতমে কুরআনের মধ্য দিয়ে শুরু হওয়া সেহরি মাহফিল সেহরি উত্তর দোয়ার মাধ্যমে শেষে হয়েছে। পূর্ব নির্ধারিত সময় রাত ১১ টায় মঞ্চের মাইকে ঘোষণা আসে খতমে কুরআনের প্রস্তুতি। পরক্ষণেই শুরু হওয়া খতমে কুরআন চলে রাত ১২.৩০ মিনিট পর্যন্ত। উপস্থিতি অনুযায়ী প্রায় ৩ খতম কুরআন সম্পন্ন হয়।

তারপর শুরু হয় আলোচনা। আলোচনায় বক্তারা বলেন, রমজানের সিয়াম সাধনায় ত্যাগ তিতিক্ষা ও কুরবানির সবক ও দাওয়াত নিতে হবে। রমজানের উপবাস, কষ্ট, দীর্ঘ নামাজ, ক্লান্ত এসবরে মধ্য দিয়ে আমাদের আত্মাকে বলিষ্টতা অর্জন করতে হবে। যদি রমজান থেকে আমরা ত্যাগ ও কুরবানির শিক্ষা নিতে পারি তাহলে আমাদের দ্বারা এই আল্লাহর দ্বীনের জন্য কিছু করা সম্ভব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ