মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল সরকার ঢাকাসহ সারাদেশে বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেওয়ার অনুরোধ  ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না: জয়নুল আবদিন ফারুক অসুস্থ নায়েবে আমিরের পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা ১ লাখ ২০ হাজার হোম ক্যামেরা হ্যাক, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বিক্রি উঠান থেকে শিশুকে নিয়ে গেলো শিয়াল, ঝোপে মিললো নিথর দেহ কেন ভোট থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির? ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ! দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান

মোবাইল পানিতে পড়লে কী করবেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

135433_1প্রযুক্তি : মোবাইল ফোন এখন গুরুত্বপূর্ণ কাজের সঙ্গী। মোবাইলে কখন গুরুত্বপূর্ণ ফোন আসে এজন্য অনেকে বাথরুমে ঢোকার সময়ও মোবাইল সঙ্গে নিয়ে যান। অনেক সময় ভুল করেও নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে সখের স্মার্টফোনটি হয়তো হাত ফস্কে পড়ে গেল এক বালতি পানিতে। ব্যস, মুহূর্তের মধ্যেই মন ভেঙে চুরমার। কী করবেন ভেবে অস্থির।

এ অবস্থায় কী করবেন জেনে নিন তার কয়েকটি টিপস:

১. পানিতে স্মার্টফোন পড়ে গেলে, ফোনটি তুলেই কোনো কিছু পরীক্ষা করার চেষ্টা না করে আগে সুইচড অফ করুন। কারণ পানিতে পড়লেও ফোন বন্ধ হয় না। ফলে ভিতরে শর্ট সার্কিট হয়ে যায়। যাবতীয় ডাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পানি থেকে তুলেই স্মার্টফোনের সুইচড অফ করে দিলে আর ডেটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।

২. ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনো ক্ষতি হবে না।

৩. পানি মোছার পর ফোনটিকে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন। যাতে হেডফোন জ্যাক, চার্জিং পোর্টে একটুও পানি জমে না থাকে। শুকনো কাপড়ে মুছে একটি টিস্যু পেপার দিয়ে আরেকবার মুছে নিন।

৪. পানি মোছার পর বাড়িতে টিনে বা বস্তায় চালের মধ্যে ফোনটিকে কিছুক্ষণ রাখুন। বা সিলিকা জেল থাকলেও ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে একটুও পানি থাকলে তা শুকিয়ে যায়।

৫. চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে।

স্মার্টফোন পানিতে পড়লে এই পাঁচটি উপায়ে সহজেই আপনার ফোন পুনরায় কাজ শুরু করে দেবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ