মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী থেকে>
মহেশখালী উপজেলায় আল-হেরা যুব উন্নয়ন সম্মেলন সংস্থার উদ্যোগে শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফি (রহ.) ও আল্লামা শাহ্ মুহাম্মদ তৈয়ব (রহ.) এর স্মরণে দোয়া মাহফিল ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামীকাল (৩০ নভেম্বর ) সোমবার উপজেলার ১ নম্বর ইউনিয়ন মাতারবাড়ীর উত্তর সাইরার ডেইল সাগরপাড় ময়দানে এটি অনুষ্ঠিত হবে।
উদ্বোধন করবেন- আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি (সংসদ সদস্য কক্সবাজার-২)। প্রধান অতিথি হিসেবে থাকবেন- প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি (সংসদ সদস্য চট্টগ্রাম-১৫)।
প্রধান বক্তা হিসেবে থাকবেন- মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা মোহাম্মদ খোবাইব, মাওলানা হাফিজুর রহমান, মুফতি কামরুল হাসান।
আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, ইতোমধ্যে সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা সম্মেলন সফল করতে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার প্রতি দোয়ার আহ্বান করেছেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে মাহফিলে আসার অনুরোধ করেছেন।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        