শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৩ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

চকবাজারে চুড়ির দোকানের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার চকবাজারে পাঁচতলা একটি ভবনের নিচতলায় অবস্থিত চুড়ির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে স্থানীয় আমানিয়া হোটেলের পাশে ১ নম্বর বড় কাটরা গলিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাত পৌনে একটার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, একটি চুড়ির দোকান থেকে প্রথমে ধোয়া বের হয়। এরপর আশপাশের আরও কয়েকটি দোকানে তা ছড়িয়ে পড়ে। সরু গলি হওয়ায় আগুন নেভাতে ভোগান্তিতে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন জানিয়েছেন, খবর পেয়ে রাত ১২টার দিকে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। সরু গলির ভেতরে পাঁচতলা ভবনের নিচতলার কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়লেও আশপাশে যাতে ছড়াতে না পারে, ফায়ার সার্ভিস কর্মীরা সে চেষ্টা করেছেন। রাত পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বলেন, পাঁচতলা ভবনটির নিচতলায় মার্কেট রয়েছে। উপরের তলাগুলোতে বিভিন্ন পণ্যের গুদাম ও মেস বাসা। আশপাশের ভবনগুলোও একেবারে লাগোয়া। এজন্য অন্য ভবনগুলো থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। আগুন যাতে বেশি ছড়াতে না পারে ফায়ার সার্ভিস কর্মীরা সে চেষ্টা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন ভবনটির নিচে দোকানগুলো বন্ধ ছিল। এতে কোনো হতাহত হওয়ার সম্ভাবনা নেই। পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার কর্মীরা তা পুরোপুরি নেভানোর চেষ্টা করছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ