বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৩ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

বন্যা দুর্গত অঞ্চলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ টিম প্রেরণের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, করোনা ও বন্যাসহ বিভিন্ন কারণে দেশবাসী এক দুর্বিষহ অবস্থা অতিক্রম করছে। করোনা ভাইরাসের মহাদুর্যোগের কারণে কয়েক কোটি মানুষ কর্ম ও পেশাহীন হয়ে পরেছে। এরমধ্যে বন্যার কারণে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাসমূহের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।

‘এ অবস্থায় সরকারের পক্ষে থেকে অভাবগ্রস্থ মানুষকে যেভাবে সহযোগিতা করার প্রয়াজন ছিলো তা তারা করতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি জুলুম নির্যাতনের সয়লাব চলছে সর্বত্র। এ অবস্থায় অসহায় মানুষদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসবেত হবে। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবারহ করতে হবে।’

বুধবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আগামী ১৩ আগস্ট থেকে দেশের বন্যা দুর্গত অঞ্চলে খেলাফত মজলিসের পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ টিম প্রেরণের সিদ্ধান্ত গ্রহীত হয়।

খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় টিমলিঙ্ক এ অনুষ্ঠিত এ ভার্চুয়াল বৈঠকে সংযুক্ত ছিলেন- সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।

মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অধ্যাপক মুহা. আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, ডা. এস এম মোসাদ্দেক, বুরহান উদ্দিন সিদ্দিকী, মাওলানা আজিজুল হক, মুফতি সাইয়্যেদুর রহামন, মাওলানা আবদুল হাই প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ