শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘বাবরি মসজিদের’ আদলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার ভূমিকম্পে করণীয় নিয়ে ফায়ার সার্ভিসের ৮ নির্দেশনা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস: মানবতার হাতে হাত রাখা এক আলোকযাত্রা তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ কুষ্টিয়া–২ আসনে আরিফুজ্জামান আরিফের পক্ষে মোটরসাইকেল শোডাউন যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম রিকশাচালকদের জীবনযাত্রার মান উন্নয়নে আস-সুন্নাহর কর্মশালা শুরু ‘সুস্থ তারুণ্যই সামাজিক অবক্ষয় রোধ করতে পারে’ খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

মঙ্গলবার থেকে কমতে পারে গরম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তীব্র গরমে অতিষ্ট দেশের অধিকাংশ অঞ্চলের মানুষ। এর মধ্যেই রোববার সুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন গরমের দাপট কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান।

তিনি বলেন, সোমবার রাজধানী ঢাকার কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন গরমের দাপট কিছুটা কমতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বগুড়ায়। সেখানে বৃষ্টিপাতের মাত্রা ছিল ৩৬ মিলিমিটার। এ ছাড়া সৈয়দপুরে ২৯ মিলিমিটার, ঢাকায় ২০ মিলিমিটার ও খুলনায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ