শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানী ইস্যুতে সংসদীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আল্লামা ওবায়দুল্লাহ ফারুক শিক্ষার মাঠে বৈষম্যের দেয়াল,এক পেশার দুই প্রান্তের গল্প “খতমে নবুওয়তের দাবিতে একত্রিত উম্মাহ: আহমদীয়া ইস্যুতে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি” কাদিয়ানি ইস্যুতে রাজনৈতিক মহলের স্পষ্ট অবস্থান চান পীর সাহেব মধুপুরী উম্মাহর ঐক্যই খতমে নবুয়তের শক্তি: মাওলানা ফজলুর রহমান আহমদীয়াদের  অমুসলিম ঘোষণা সময়ের দাবি: মহিবুল্লাহ বাবুনগরী মৌলিক দাবি উপেক্ষিত হলে সংবিধান মানবে না মুসলমানেরা: এনায়েতুল্লাহ আব্বাসী  কাদিয়ানীরা ইসলামের গণ্ডির বাহিরে: সাইয়েদ কাফিল বুখারী ধর্মীয় কার্যক্রম ও প্রতীক ব্যবহারে অমুসলিমদের কোনো অধিকার নেই রাসূলুল্লাহ সা.কে আখেরি নবী হিসেবে বিশ্বাসই মুসলিমের পরিচয়: সালাহউদ্দিন আহমেদ

খুব সহজেই সিসি ক্যামেরা সেটাপ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অফিস কিংবা বাসা-বাড়ির নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার তুলনা নাই। বাসা কিংবা প্রতিষ্ঠানে কখন কি হচ্ছে, কারা আসা যাওয়া করছে এগুলোর প্রতি নজর রাখতেই সিসি ক্যামেরার ব্যাবহার। বাজারে অনেক ধরনের সিসি ক্যামেরা রয়েছে।

ক্যামেরা লাগানো বা মেরামতের জন্য বাড়তি খরচ বাচাতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে সিসি ক্যামেরা সেটাপ করতে হয়। আজকের আর্টিকেলে সিসি ক্যামেরা কিভাবে সেটাপ করবেন সেটি নিয়েই কথা বলবো।

সিসি ক্যামেরা সেটআপ করার জন্য যে জিনিসগুলো অবশ্যই লাগবে:

১. ডিভিআর (DVR): DVR কে সিসি ক্যামেরার মাদারবোর্ডও বলা যেতে পারে। কারণ DVR এর কাজ হলো ক্যামেরার সাথে সংযুক্ত সকল সিস্টেম কে এক সাথে করে নিয়ন্ত্রন করা । সাধারণত প্রতিটি DVR ৪, ৮, ১৬, ৩২, কিংবা ৬৪ টি ক্যামেরার চ্যানেল বা কানেকশন বিশিষ্ট হয়ে থাকে । সিসিটিভি ক্যামেরার সকল যন্ত্র যেমন- Harddisk, Mouse, Camera, Power Supply, Monitor/TV ইত্যাদি সহ রেকর্ডিং ও কন্ট্রোল করাই DVR এর কাজ।

২. হার্ডডিক্স: আপনার সিসি ক্যামেরা দ্বারা ধারণকৃত ফুটেজ গুলো যদি কিছু দিনের জন্য সংরক্ষনে রাখতে চান তাহলে আপনার দরকার হবে একটি হার্ডডিক্স।

৩. সিসি ক্যামেরা: অবশ্যই কমপক্ষে একটি সিসি ক্যামেরা দরকার হবে । ক্যামেরাগুলো কানেক্টরের মাধ্যমে DVR এর সাথে কানেক্ট করে দিলেই ভিডিও ধারন শুরু হয়ে যাবে।

৪. প্রয়োজনীয় বিভিন্ন কানেক্টর বা তার: পুরো সেটআপটি কানেক্ট করার জন্য অবশ্যই দরকার হবে কিছু কানেক্টর ও তার। যেমন: ক্যামেরায় পাওয়ার আনার জন্য দরকার হবে সিসি পাওয়ার কানেক্টর, ক্যামেরা কানেক্টর করার জন্য দরকার হবে সিসি ক্যামেরা কানেক্টর, প্রয়োজন মত ক্যামেরার তার দরকার হবে, ভিডিও ডিসপ্লে করার জন্য দরকার হবে ভিডিও ডিসপ্লে পোর্ট এবং সাথে লাগবে ক্যামেরার পাওয়ার সাপ্লাই।

৫. টিভি বা মনিটর: সিসি ক্যামেরা দ্বারা ধারণকৃত ভিডিওগুলো প্রদর্শনের জন্য দরকার হবে একটি টিভি বা মনিটর।

বাংলাদেশে সিসি ক্যামেরা খুব অল্প দামে পাওয়া যাচ্ছে। ঘরে বসে অনলাইনেও আপনার পছন্দের সিসি ক্যামেরা কিনতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ