উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর উদ্ধার অভিযানে যোগ দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি কলেজ ভবনে আছড়ে পড়ে। ফায়ার সার্ভিস ও আইএসপিআর সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দেড় শতাধিক আহতকে কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, সিএমএইচ এবং উত্তরার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের বাগান সংলগ্ন একটি ভবনের নিচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং ভবনের অন্যান্য ফ্লোর থেকে শিক্ষার্থীদের বের করে আনছেন।
এই দুঃসময়ে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা আহতদের রক্তদানে সহায়তা, হাসপাতালে স্থানান্তর এবং উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
এমএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                          _original_1753102206.jpg) 
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                        _medium_1757047336.jpg) 
                               
                               
                              