শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

সারাদেশে সহস্রাধিক পশু কোরবানি করল আস-সুন্নাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশন এ বছর সারাদেশে মোট ১০২৩টি গরু ও ছাগল কোরবানি করেছে। বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহর নেতৃত্বাধীন এ সংস্থাটি দেশের বিভিন্ন অঞ্চলে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কাজ করছে নিবেদিতভাবে।

শনিবার (৭ জুন) দুপুরে শায়খ আহমাদুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলেন- ‘আল্লাহর অশেষ অনুগ্রহে এ বছর সারা দেশে ১০২৩টি গরু ও ছাগল কোরবানি করল আস-সুন্নাহ ফাউন্ডেশন। যারা আমাদের ওপর আস্থা রেখে কোরবানির আমানত অর্পণ করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

প্রতিটি কোরবানির পশুর জন্য আলাদা প্রোফাইল তৈরি করা হয়েছে। যার পক্ষ থেকে কোরবানি বাস্তবায়ন করা হয়েছে, তাকে ট্র্যাকিং ক্লু পাঠানো হয়েছে। এর মাধ্যমে ডোনার নিজে জানতে পারবেন তার কোরবানি কোথায়, কখন এবং কীভাবে বাস্তবায়ন হয়েছে।

এছাড়া আজ থেকেই প্রত্যেক পশুর গোশত বণ্টন সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট ডোনারদের কাছে।

বার্তার শুরুতে শায়খ আহমাদুল্লাহ ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। শেষে তিনি বলেন, ‘মহান আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুন। নির্মল ধারায় সিক্ত হোক আমাদের সবার কোরবানি।’

আস-সুন্নাহ ফাউন্ডেশন বিগত বছরগুলোতেও ঈদুল আজহার সময় ব্যাপক কোরবানি কার্যক্রম বাস্তবায়ন করেছে। এসব কোরবানির গোশত দেশের দুর্গম, গরিব ও প্রান্তিক অঞ্চলের হাজার হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়। ২০২৫ সালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আগেভাগেই পরিকল্পিতভাবে বাস্তবায়ন শুরু করে ফাউন্ডেশনটি।

গোশত বিতরণ থেকে শুরু করে রিপোর্ট পাঠানো পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই উদ্যোগে স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ