হজ ও উমরার বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান হজ উইথ আয়েশা এবার নতুন উদ্যোগ হিসেবে একটি ডিজিটাল ইসলামিক লাইব্রেরি ও হজ উইথ আয়েশা ফাউন্ডেশন চালু করেছে। রাজধানীর গিভেন্সি ইন্টারন্যাশনাল হোটেলের কনফারেন্স হলে এক আয়োজনে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম। সভাপতিত্ব করেন হজ উইথ আয়েশার স্বত্বাধিকারী আয়েশা চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সানাউল্লাহ, বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুজতবা রেজা আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন, গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিলের মহাসচিব সোহাগ মহাজনসহ বিভিন্ন শিক্ষাবিদ, কর্মকর্তা ও সমাজসেবকবৃন্দ। উপস্থিত ছিলেন হজ উইথ আয়েশার হজপালনকারী হাজিরাও।
দিনব্যাপী এই আয়োজনে প্রথমেই অনুষ্ঠিত হয় হজ প্রশিক্ষণ কার্যক্রম। অভিজ্ঞ আলোচকরা হজের প্রস্তুতি, মাসায়েল ও মক্কা-মদিনায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
হজ উইথ আয়েশা ফাউন্ডেশনের লক্ষ্য হলো ধর্মীয় আদর্শের আলোকে সামাজিক উন্নয়ন সাধন, গরিব-অসহায়দের সহায়তা, হজে আগ্রহীদের জন্য দিকনির্দেশনা ও সহায়তা প্রদান এবং ইসলামি জীবনব্যবস্থার প্রসারে কাজ করা।
অন্যদিকে, ডিজিটাল লাইব্রেরির উদ্দেশ্য হলো ইসলামি ও জাগতিক জ্ঞানের সমন্বয়ে জীবনমান উন্নয়ন। এতে থাকবে কোরআন, সহিহ হাদিস, ইসলামিক ইতিহাস, হজের ঐতিহাসিক দলিল ও চিত্রাবলি এবং বিশ্বখ্যাত ইসলামবিদ ও গবেষকদের রচনাসমূহ। বিশেষ গুরুত্ব দেওয়া হবে হজ বিষয়ক প্রামাণ্য সংকলনে।
হজ উইথ আয়েশার এই যুগান্তকারী উদ্যোগ ইসলামি জ্ঞানচর্চা ও মানবসেবামূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                        _medium_1757047336.jpg) 
                               
                               
                              