শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা জালাল উদ্দিন রুমির ২টি বই প্রি-অর্ডার করলে বিশেষ ছাড়!  ‘আমি সব ধর্মের উপদেষ্টা, মন্দির-প্যাগোডায় যাওয়া আমার দায়িত্বের অংশ’ ‘হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে’ জঙ্গি সন্দেহে ভারতে গ্রেপ্তার ১ বাংলাদেশি যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু গাজায় শান্তিরক্ষী হিসেবে কাজ করবে কেবল মুসলিম সৈন্যরা ‘জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে’ রোববার যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গওহরডাঙ্গা বোর্ডের আহ্বান যুক্তরাষ্ট্র পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়: হিজবুল্লাহ মহাসচিব 

ফিলিস্তিনে সহায়তা পৌঁছে দিল হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ফিলিস্তিনের নির্যাতিত ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে বাংলাদেশের হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তুরস্কের ইস্তামবুলে হাইআতুল উলামা ফিলিস্তিনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ৫০ লক্ষ টাকা সহায়তা পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনটি। এই সহায়তা মূলত বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে ভালোবাসার প্রতীক হিসেবে হস্তান্তর করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মাদ রজীবুল হক নিজ হাতে এই অর্থ হস্তান্তর করেন। 
অর্থ হস্তান্তরকালে তিনি বলেন, "আমরা ফিলিস্তিনের মানুষের জন্য এই টাকা তাদের হাতে তুলে দিয়েছি, এবং তারা তা সাদরে গ্রহণ করেছেন। এই অর্থ যেন খাদ্য, চিকিৎসা, নিরাপত্তা কিংবা প্রতিরক্ষার মতো প্রয়োজনীয় খাতে সঠিকভাবে ব্যয় হয়, সে কামনা করি।"

 তিনি আরও বলেন, "আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন গাজা শিগগির স্বাধীন হয় এবং যারা নিরীহ মানুষদের ওপর নির্যাতন চালাচ্ছে, তারা ধ্বংসপ্রাপ্ত হয়।"

এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপুরের মুহাদ্দিস মাওলানা মাসরুরুল হক, উপদেষ্টা মুহাম্মদ আব্দুল্লাহ, সদস্য মাওলানা নাজমুল হুদা এবং সদস্য আব্দুল্লাহ আল আমীন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম উম্মাহর দুঃসময়ে তারা আরও ব্যাপকভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ