মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে’ আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সব খবর ০১ জুলাই ২০২৫ ‘জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি সুবিধা পাবে হিন্দুরা’ চুল পড়া কমাতে অলিভ অয়েল ব্যবহার করবেন যেভাবে আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না: ফারুকী মানবরচিত আইনই লুটপাট ও শোষণের হাতিয়ার: হাবিবুল্লাহ মিয়াজী জুলাই শহীদদের জন্য আজ মসজিদে মসজিদে বিশেষ দোয়া জোট গঠনের পর বিভক্তি ও বিচ্ছিন্নতা অধিক ক্ষতিকর ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ফতোয়া জারি

ফিলিস্তিনে সহায়তা পৌঁছে দিল হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ফিলিস্তিনের নির্যাতিত ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে বাংলাদেশের হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তুরস্কের ইস্তামবুলে হাইআতুল উলামা ফিলিস্তিনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ৫০ লক্ষ টাকা সহায়তা পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনটি। এই সহায়তা মূলত বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে ভালোবাসার প্রতীক হিসেবে হস্তান্তর করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মাদ রজীবুল হক নিজ হাতে এই অর্থ হস্তান্তর করেন। 
অর্থ হস্তান্তরকালে তিনি বলেন, "আমরা ফিলিস্তিনের মানুষের জন্য এই টাকা তাদের হাতে তুলে দিয়েছি, এবং তারা তা সাদরে গ্রহণ করেছেন। এই অর্থ যেন খাদ্য, চিকিৎসা, নিরাপত্তা কিংবা প্রতিরক্ষার মতো প্রয়োজনীয় খাতে সঠিকভাবে ব্যয় হয়, সে কামনা করি।"

 তিনি আরও বলেন, "আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন গাজা শিগগির স্বাধীন হয় এবং যারা নিরীহ মানুষদের ওপর নির্যাতন চালাচ্ছে, তারা ধ্বংসপ্রাপ্ত হয়।"

এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপুরের মুহাদ্দিস মাওলানা মাসরুরুল হক, উপদেষ্টা মুহাম্মদ আব্দুল্লাহ, সদস্য মাওলানা নাজমুল হুদা এবং সদস্য আব্দুল্লাহ আল আমীন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম উম্মাহর দুঃসময়ে তারা আরও ব্যাপকভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ