মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

বন্যায় বিপদগ্রস্তদের উদ্ধারে কওমি উদ্যোক্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নুর আলম সিদ্দিকী ||

দেশের ১১টি জেলার উপর দিয়ে বয়ে চলেছে ভয়াবহ বন্যা। এই বন্যার কবলে পরে ঘড় বাড়ি বসত ভিটা রেখে লাখ লাখ মানুষকে পারি জমাতে হয়েছে অজানা ঠিকানায়। খাদ্য অভাবসহ দেখা দিয়েছে নানান সংকট। আর এই সংকট কাটিয়ে বন্যার্তদের সর্বোচ্চ সহযোগিতায় কাজ করে চলেছে দেশের মানুষ। নানান সংগঠনসহ সেচ্ছাসেবকরা গুরু দ্বায়িত্ব তুলে নিয়েছেন নিজেদের কাঁধে।

শুধু সাধারণ মানুষের দেয়া অনুদানই নয়, পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সরকারি বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘোষণা দিয়ে একদিনের বেতন ছেড়ে দিচ্ছেন অসহায় এসব মানুষের সহযোগিতায়।

এরই মধ্যে গত শুক্রবার (২৩ আগষ্ট) থেকে উদ্যোক্তা কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে বন্যায় বিপদগ্রস্তদের উদ্ধারে কাজ করছে কওমি উদ্যোক্তা।

কওমি উদ্দোক্তার ফাউন্ডার রোকন রাইয়ান বলেন, দেশের মানবিক এ বিপর্যয়ে সবার এগিয়ে আসা ঈমানি দায়িত্ব। আলহামদুলিল্লাহ সর্বস্তরের মানুষ যে যেভাবে পারছে এগিয়ে আসছে। কেউ সরাসরি শ্রম দিয়ে, কেই অর্থ দিয়ে, কেউ স্পিরিট দিয়ে। সবার সম্মিলিত এ প্রচেষ্টা চালু থাকলে ইনশাআল্লাহ এ বিপর্যয় কাটিয়ে উঠা সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমানে উদ্বার কাজের জন্য বিপদগ্রস্ত এলাকায় সরাসরি সহযোগিতা জরুরি। তবে ঘরবাড়ি ঢুবে কোথাও কোথাও দু তলায়ও ডুবার উপক্রম। এ মুহূর্তে নৌকা, স্পিড বোট, ভেলা, লাইফ জ্যাকেট, পিকাপ ইত্যাদি সহায়তা করুন।

কওমি উদ্যোক্তা কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে কাজ করে যাচ্ছে বিপদগ্রস্তদের উদ্ধারে। আসুন সাধ্যমতো সহায়তা করে সহযোগী হই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ