বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

রাজধানীর বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মালিবাগের আবুল হোটেলের সামনে থেকে তোলা

ঢাকার রামপুরার বনশ্রী, মিরপুর-১ ও মিরপুর-১৪ নম্বরে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গাবতলী মাজার রোড, তেজগাঁও কলেজ রোড, শনির আখড়া, ধোলাইপাড়, আগারগাঁওসহ বিভিন্ন রাস্তায় অবরোধ চলছে।

আজ রোববার সকাল ৬টার পর থেকে তাঁরা অবস্থান নেওয়া শুরু করেন। পরে তাঁরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জাতীয় সংসদ ভবনের সামনে মানুষকে যানবাহনের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস, আদালত, স্কুল, কলেজ খোলা। ফলে বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

ফার্মগেট, বিজয় সরণি, শ্যামলী এলাকায় সকাল আটটার দিকে সিএনজিচালিত অটোরিকশাগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। চালকেরা কোনো যাত্রী নেননি।

সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তাঁর বিরুদ্ধে মামলা এবং জরিমানা করতে পুলিশকে নির্দেশ দেওয়ার প্রতিবাদে তাঁরা সড়কে নেমে অবরোধ করেছেন।

গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পুলিশকে এই নির্দেশনা দেয়। সড়ক পরিবহন আইনে ভাড়াসংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

পুলিশের রামপুরা থানার দায়িত্বরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রাকিবুল হুদা বলেন, সকাল থেকে বনশ্রীর বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করার কারণে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার মিজানুর রহমান সকাল সোয়া ৯টার দিকে বলেন, মিরপুরে বিআরটিএর কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছিল সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। তাঁদের সঙ্গে কথা বলে দাবিগুলোর কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ