শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
রাজসাক্ষী হওয়ার শর্তে চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালের ক্ষমা ইসলামী আন্দোলনের গোলটেবিলে অন্য দলের যারা যোগ দিলেন  মিটফোর্ডে নৃশংস হত্যা, অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা: যুব মজলিস জুলাইয়ের আকাঙ্ক্ষা ও স্বপ্ন রক্ষায় পিআরই একমাত্র সমাধান: পীর সাহেব চরমোনাই মিটফোর্ডে পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ  ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১৭ ফিলিস্তিনি খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন মিটফোর্ড হত্যাকাণ্ডে দুই এজাহারনামীয় আসামি গ্রেপ্তার: জানাল র‍্যাব তীব্র গরমে হাতে তৈরি এয়ার কুলারই ভরসা আফগান ট্যাক্সিচালকদের ‘নতুন করে কাউকে ফ্যাসিবাদী হতে দেবো না’ — রিফাত রশিদ

নাগরিক আলেম সমাজের ভালোবাসায় মুগ্ধ শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে চলমান অস্থিরতার পর বিজয় আসলেও ফিরেনি শৃঙ্খলা। জনক্ষোভ থেকে সারাদেশের দেশে থানা হামলায় অনিরাপদ হয়ে গেছে পুলিশও। চলছে পুলিশের কর্ম বিরতিও। এ কারণে বাইরে তাদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে।

এমন অবস্থায় নগরের ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণ করছে রাষ্ট্রসংস্কারের লড়াইয়ে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীরা। তাদের অভূতপূর্ব ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশবিহীন নগরে সুশৃঙ্খলভাবে চলছে যানবাহন। এইসব দৃশ্য কুড়াচ্ছে সবার ভালোবাসা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সিলেটে তাদের জন্য ভালোবাসার সেই ঢালি নিয়ে যায় নাগরিক আলেম সমাজ। নগরের বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সরবরাহ করা হয় লাঞ্চ প্যাকেট ও পানি। স্মিত ও মুগ্ধ হাসিতে সেগুলো গ্রহণ করেন তারা।

সিলেট নগরের পেপার পয়েন্ট (কমির উল্লাহ মার্কেটের সামন) থেকে বেলা ২টায় শুরু হয় নাগরিক আলেম সমাজের উদ্যোগে প্যাকেট বিতরণ কার্যক্রম। সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে আম্বরখানায় শেষ হয় কর্মসূচি। ছয়টি পয়েন্টে দায়িত্বরত শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় প্যাকেট।

বিতরণের শুরুতে ছিল রোদের তেজ, জিন্দাবাজার পৌঁছার আগেই আকাশ ভেঙে নামে শ্রাবণধারা। বৃষ্টিতে ভিজতে থাকে নগর। এই অবস্থায়ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে অবিচল ছিলেন শিক্ষার্থীরা। দুয়েকজনের হাতে ছিলো ছাতা, বাকিরা ভিজে নগরের শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছিলেন। এমন অবস্থায় নাগরিক আলেম সমাজের দায়িত্বশীলরাও বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে দেন লাঞ্চ প্যাকেট।

নাগরিক আলেম সমাজের প্রধান সমন্বয়ক সাংবাদিক নোমান বিন আরমানের নেতৃত্বে এ কার্যক্রমে অংশ নেন কণ্ঠশিল্পী আহমদ আব্দুল্লাহ, সমন্বয়ক মাওলানা হাসান ফয়েজ, লেখক হক নাওয়াজ, আদিব আহমদ, লেখক হুসাইন ফাহিম, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা মিনহাজুস সিরাজ, মাওলানা আমজাদুস সামাদ উজ্জ্বলসহ অন্যরা। কার্যক্রমে কণ্ঠশিল্পী আহমদ আহমদ আব্দুল্লাহকে পেয়ে উচ্ছ্বসিত হন শিক্ষার্থীরা। তারা তাকে ঘিরে জড়ো হন, ছবি তোলেন।

নগরের শৃঙ্খলা রক্ষায় স্বপ্রণোদিত এইসব শিক্ষার্থী আগামীতে বৈষম্যহীন, ন্যায়নিষ্ঠ, সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনেও অবদান রাখবে বলে আশা নাগরিক আলেম সমাজের।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ