সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পিআর ও জুলাই সনদ নিয়ে বাড়ছে বিরোধ, কোন পথে ইসলামি দলগুলো কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও আন্তর্জাতিক মহাসমাবেশ বাস্তবায়নে পরামর্শ সভা  আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় খেলাফত মজলিসের শোক আলেমে রাব্বানী ক্বারী তৈয়ব (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন সারজিস ‘কোরবানির চামড়া লবণজাত করে ক্ষতিগ্রস্ত মাদরাসার পাশে দাঁড়ায়নি সরকার’  আওয়ামী ‘দোসরদের’ রাজনীতি নিষিদ্ধে সর্বদলীয় বৈঠক ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ টঙ্গীতে ইমামদের উদ্যোগে সিরাত প্রতিযোগিতা

অন্তর্বর্তীকালীন সরকারকে ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশ’র অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোবেল বিজয়ী ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশ।

সংগঠনের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই সংগঠনের পক্ষ থেকে নতুন সরকারকে সর্বাগ্রে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে জনগণের জানমালের হেফাজত এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কাদিয়ানী তথাকথিত আহমদিয়া সম্প্রদায়কে সংখ্যালঘু অধিকার প্রদানের লক্ষ্যে তাদেরকে ‘সংখ্যালঘু  অমুসলিম' আখ্যায়িত করতঃ তাদের স্বতন্ত্র ধর্মীয় অধিকার ও নিরাপত্তা বিধানের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় কাদিয়ানীদের ‘অমুসলিম' আখ্যায়িত না করার কারণে তারা যেমন নিজেদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি সংখ্যাগুরু মুসলিমদের ধর্মীয় অধিকার ক্ষুন্ন হচ্ছে। ফলে মাঝেমধ্যে সহিংস ঘটনার সৃষ্টি হয় যা কখনই কাম্য নয়। এর একমাত্র সমাধান কাদিয়ানীদের ব্যাপারে গোটা পৃথিবীর মুসলমানদের সর্বসম্মত সিদ্ধান্ত সরকারিভাবে বাস্তবায়ন করে তাদের অমুসলিম ঘোষণা করা এবং সংখ্যালঘু হিসেবে তাদেরকে নাগরিক অধিকার প্রদান করা।

আমরা আশা করি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশে শান্তি প্রতিষ্ঠায় এই পদক্ষেপটি গ্রহণ করে দেশের ৯০ শতাংশ মুসলমানের দাবি পুরণের মাধ্যমে তাদের মন জয় করতে সক্ষম হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী দুঃশাসন ও স্বৈরাচার থেকে মুক্তির লক্ষ্যে ছাত্র-জনতার আন্দোলনকে সাধুবাদ জানানো হয় এবং এই আন্দোলনে নিহতদের ‘বীর শহীদ’ আখ্যায়িত করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ