সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নয়নকে নিয়ে অশোভন মন্তব্যে মানহানির মামলা খেলেন পাটওয়ারী নতুন নীতিমালা বাস্তবায়নে ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ : আইএসপিএবি দেশ কীভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর: সিইসি গণভোটের বিষয়ে দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার  ইরানে ভয়াবহ খরা, তীব্র পানি সংকটের আশঙ্কা তেহরানে  পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিলো জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দল এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান নতুন প্রজন্মের জন্য 'ধূমপান' সম্পূর্ণ নিষিদ্ধ করল মালদ্বীপ জামায়াত ক্ষমতায় আসলে কওমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না: মহিবুল্লাহ বাবুনগরী ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

চাকরিকে ইবাদত মনে করি, এর মাধ্যমে জান্নাতে যেতে চাই : যশোরের এসপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
যশোরে নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম-ছবি: সংগৃহীত

চাকরিকে ইবাদত মনে করি, এর মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই : যশোরের এসপি

যশোরে নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেছেন, ‘চাকরিকে রুটি-রুজির পাশাপাশি আমার ইবাদত মনে করি। এই কাজের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই।’

বুধবার (১০ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যশোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

মো. মাসুদ আলম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের আয়না। সাংবাদিক ও পুলিশ একে অপরের সহায়ক। যদি আপনারা আমাদের সহায়তা করেন, যশোরকে আমরা শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে পারি। আপনাদের সহযোগিতা পেলে যশোরকে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস মুক্ত করা সম্ভব।

তিনি বলেন, আমি সত্য, ন্যায় ও কল্যাণের সাথে থাকতে চাই। আপনাদের কাছে প্রত্যাশা, আপনারা সত্য তথ্য দেবেন। আমরা শতভাগ যাচাই করে পদক্ষেপ নেব। তদবির করে আমি পোস্টিং নিইনি। আমার বদলিরও ভয় নেই। বদলির অর্ডার হলে চলে যাব। আমি এসেছি, কাজ করতে চাই। 
সন্ত্রাসীদের যে তালিকা আমাদের কাছে আসবে, তালিকা অনুযায়ী যাচাই-বাছাই করে কাজ করব। কার রঙ কালো, কার রঙ সাদা সন্ত্রাসীদের ক্ষেত্রে তা বিবেচ্য হবে না।

প্রঙ্গঙ্গত, এসপি মো. মাসুদ আলম গত ৮ জুলাই যশোরে যোগ দেন। জানা যায়, এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ