বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিক্রির জন্য বাড়ি বানিয়ে তা বিক্রি না হলে যাকাত দেওয়া লাগবে কি? গাজায় প্রবেশের অপেক্ষায় ৬ হাজার ট্রাক, বাধা না দেওয়ার নির্দেশ আইসিজের বিএনপি নির্বাচনের দিনই গণভোটে দাবিতে অনড় : ড. মঈন খান কাঁথার সূত্র ধরেই উন্মোচিত হলো মাদরাসাছাত্র হত্যার রহস্য, গ্রেপ্তার সহপাঠী ফিলিস্তিনি বন্দিদের অনেক লাশে ‘নির্যাতন ও হত্যার চিহ্ন স্পষ্ট’: দ্য গার্ডিয়ান যে দোয়া পড়লে স্মরণশক্তি বাড়ে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ইস্যুতে জাতীয় সেমিনার শনিবার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হলেন শেখ সালেহ আল-ফাওজান সৌদির নতুন গ্র্যান্ড মুফতিকে শায়খ সুদাইসের অভিনন্দন হিন্দুত্ববাদী নেতার পোস্টের পর গুজরাটে মুসলিমদের বাড়িঘরে অগ্নিসংযোগ

যে তিন চোখের জন্য জাহান্নাম হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাভাবিকভাবে ব্যক্তির কর্মগুণে পরকালীন জীবনে জান্নাত কিংবা জাহান্নাম নির্ধারিত হবে। তবে এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছেন, যাদের জন্য আল্লাহতায়ালা জাহান্নামে প্রবেশ হারাম করে দিয়েছেন। তাদের জাহান্নামে প্রবেশ তো দূরের কথা, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করতে পারবে না।

এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেন, ‘আমি হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক রাতে বলতে শুনেছি, তিনি বললেন, যে চোখ আল্লাহর রাস্তায় রাত জেগেছে, তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে এবং যে চোখ আল্লাহর ভয় কেঁদেছে সে চোখের জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। আর তৃতীয় হচ্ছে যে চোখ আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখা থেকে বিরত থাকে।’ -সুনানে দারেমি: ২৪৪৫

হাদিসে বর্ণিত তিন শ্রেণির মানুষ নিয়ে আলোচনা করা হলো-

আল্লাহর রাস্তায় জাগ্রত চোখ: জীবনের মায়া ও পরিবার-পরিজনের কথা ছেড়ে এক আল্লাহর সন্তুষ্টির জন্য ও ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি জিহাদের ময়দানে রাত জাগরণ করে, তার ব্যাপারে অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। জাহান্নামের আগুন তাদের চোখ স্পর্শ করবে না। হজরত ইবনে আব্বাস (রা.) সূত্রে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, প্রথম হলো- ওই চোখ, যা আল্লাহর ভয়ে কাঁদে। দ্বিতীয়ত ওই চোখ যা আল্লাহর রাস্তায় রাত জাগরণ করে।’ -জামে তিরমিজি: ১৬৩৩

আল্লাহর ভয়ে কাঁদা: মানুষের মধ্যে যত ভালো গুণ আছে, তার অন্যতম একটি নির্জনে আল্লাহর ভয়ে কাঁদা। এই কান্না আল্লাহর অত্যন্ত প্রিয়। হাদিসে এ ব্যাপারে অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। জাহান্নামের আগুন ওই চোখ স্পর্শ করবে না। হজরত ইবনে আব্বাস (রা.) সূত্রে বর্ণিত হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না; প্রথম হলো- ওই চোখ, যা আল্লাহর ভয়ে কাঁদে। দ্বিতীয়ত ওই চোখ যা আল্লাহর রাস্তায় রাত জাগরণ করে।’ -জামে তিরমিজি: ১৬৩৩

নিষিদ্ধ বস্তু দেখা বিরত চোখ: চোখ আল্লাহর এক বিশেষ নেয়ামত। আল্লাহপ্রদত্ত এই নেয়ামতের শুকরিয়া ও কৃতজ্ঞতা হলো- অবৈধ ও নিষিদ্ধ বস্তু থেকে সেটাকে বিরত রাখা। যারা আপন চোখ অবৈধ দৃষ্টি থেকে বিরত রাখে তাদের ব্যাপারে হাদিসে অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুন দেখবে না। যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আর যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে। আর যে চোখ আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকে।’ -মাজমাউয যাওয়াঈদ: ৫/৩৭৪

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ