সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

যে তিন চোখের জন্য জাহান্নাম হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাভাবিকভাবে ব্যক্তির কর্মগুণে পরকালীন জীবনে জান্নাত কিংবা জাহান্নাম নির্ধারিত হবে। তবে এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছেন, যাদের জন্য আল্লাহতায়ালা জাহান্নামে প্রবেশ হারাম করে দিয়েছেন। তাদের জাহান্নামে প্রবেশ তো দূরের কথা, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করতে পারবে না।

এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেন, ‘আমি হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক রাতে বলতে শুনেছি, তিনি বললেন, যে চোখ আল্লাহর রাস্তায় রাত জেগেছে, তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে এবং যে চোখ আল্লাহর ভয় কেঁদেছে সে চোখের জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। আর তৃতীয় হচ্ছে যে চোখ আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখা থেকে বিরত থাকে।’ -সুনানে দারেমি: ২৪৪৫

হাদিসে বর্ণিত তিন শ্রেণির মানুষ নিয়ে আলোচনা করা হলো-

আল্লাহর রাস্তায় জাগ্রত চোখ: জীবনের মায়া ও পরিবার-পরিজনের কথা ছেড়ে এক আল্লাহর সন্তুষ্টির জন্য ও ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি জিহাদের ময়দানে রাত জাগরণ করে, তার ব্যাপারে অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। জাহান্নামের আগুন তাদের চোখ স্পর্শ করবে না। হজরত ইবনে আব্বাস (রা.) সূত্রে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, প্রথম হলো- ওই চোখ, যা আল্লাহর ভয়ে কাঁদে। দ্বিতীয়ত ওই চোখ যা আল্লাহর রাস্তায় রাত জাগরণ করে।’ -জামে তিরমিজি: ১৬৩৩

আল্লাহর ভয়ে কাঁদা: মানুষের মধ্যে যত ভালো গুণ আছে, তার অন্যতম একটি নির্জনে আল্লাহর ভয়ে কাঁদা। এই কান্না আল্লাহর অত্যন্ত প্রিয়। হাদিসে এ ব্যাপারে অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। জাহান্নামের আগুন ওই চোখ স্পর্শ করবে না। হজরত ইবনে আব্বাস (রা.) সূত্রে বর্ণিত হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না; প্রথম হলো- ওই চোখ, যা আল্লাহর ভয়ে কাঁদে। দ্বিতীয়ত ওই চোখ যা আল্লাহর রাস্তায় রাত জাগরণ করে।’ -জামে তিরমিজি: ১৬৩৩

নিষিদ্ধ বস্তু দেখা বিরত চোখ: চোখ আল্লাহর এক বিশেষ নেয়ামত। আল্লাহপ্রদত্ত এই নেয়ামতের শুকরিয়া ও কৃতজ্ঞতা হলো- অবৈধ ও নিষিদ্ধ বস্তু থেকে সেটাকে বিরত রাখা। যারা আপন চোখ অবৈধ দৃষ্টি থেকে বিরত রাখে তাদের ব্যাপারে হাদিসে অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুন দেখবে না। যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আর যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে। আর যে চোখ আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকে।’ -মাজমাউয যাওয়াঈদ: ৫/৩৭৪

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ