শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ।। ২২ কার্তিক ১৪৩২ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের জামায়াতে ইসলামী ঈমানের বড় ডাকাত: হেফাজত আমির ফের বাংলাদেশ সফরে পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা ইলিয়াস গুম্মান ১০-২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয়: আসিফ মাহমুদ সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওঃ ইউনুছ আহমদ ফরিদপুরের ঐতিহ্যবাহী পুরুরা মাদ্রাসায় বার্ষিক মাহফিল ২৬ নভেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের জন্য সুপারিশ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা সরকারি ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে নতুন ছুটি পটুয়াখালীতে বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬

ফিলিপাইনে ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় সুনামির আঘাত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের জের ধরে ইন্দোনেশিয়ার উপকূলে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে। দেশটির ভূমিকম্প ও সুনামি কেন্দ্র জানিয়েছে, উত্তর সুলাওয়েসির তালাউড দ্বীপপুঞ্জে ৩.৫ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার (৬ ইঞ্চি) উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি কেন্দ্রের প্রধান জানান, আমরা এটাকে একটি ছোট সুনামি বলছি, তবে সবার সতর্ক থাকা জরুরি।

এর আগে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের পূর্ব দিকের, রাজধানী দাভাও থেকে প্রায় ১২৩ কিলোমিটার দূরে এবং প্রায় ৫৮ কিলোমিটার গভীর তলদেশে।

এদিকে ভূমিকম্পের পর ফিলিপাইনের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। দেশটির ভলকানোলজি ইনস্টিটিউট জানিয়েছে, জীবনের জন্য হুমকিস্বরূপ ঢেউসহ একটি ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা রয়েছে। পূর্ব ও দক্ষিণ উপকূলের মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ফিলিপাইনের কিছু অঞ্চলে ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া ও দ্বীপরাষ্ট্র পালাউতে ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে। এবং সকলকে ধৈর্যের সাথে থাকতে বলা হয়েছে।

ফিলিপাইন কর্তৃপক্ষ জানায়, প্রথম সুনামির ঢেউ স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের মধ্যেই আঘাত হানতে পারে এবং তা ঘণ্টাব্যাপী স্থায়ী হতে পারে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ