সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় কানাডা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ নৌবাহিনী বিডিআর হত্যায় দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা লন্ডনে জমিয়ত নেতাদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল জাতীয়করণ হচ্ছে ৫৫০ ইমাম-মুয়াজ্জিনের চাকরি বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতা ২ ডিসেম্বর আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশ পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ কামালকে প্রথম প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই: পররাষ্ট্র উপ‌দেষ্টা

সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে প্রচুর খালি জায়গা রয়েছে, সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট।

গাজার পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র ছিল, সেটার নাম গাজা। গাজার নেতৃত্বে ছিল হামাস এবং তাদের শাসনে সেখানে ঘটে এক বিশাল গণহত্যা। গাজার ওই পরিস্থিতি ইসরায়েলের নিরাপত্তা সংকটকে আরও তীব্র করেছে।

নেতানিয়াহু বলেন, সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, সেখানে প্রচুর খালি ভূমি রয়েছে। তার মতে, এই উদ্যোগ ফিলিস্তিন জনগণের জন্য একটি সমাধান হতে পারে, যা সৌদি আরবের দীর্ঘস্থায়ী রাজনৈতিক এবং ভূ-রাজনৈতিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে।

এসময় তিনি বলেন, সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিনরা রাষ্ট্র গঠন করবে কিনা, তা সৌদি আরবের নিজস্ব সিদ্ধান্ত।

এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা করতে আগ্রহী নয়। এই পরিস্থিতিতে, নেতানিয়াহু এ শর্তকে প্রত্যাখ্যান করে বলেছেন, আমি এমন কোনো চুক্তিতে যাব না, যা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে বিপদে ফেলবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ