শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তেহরানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছে শত শত মানুষ খতমে নবুওয়ত মহাসম্মেলন: সোহরাওয়ার্দীতে উপচে পড়া ভিড় গাজাবাসীর নতুন ঝুঁকি বন্যা ও ভবন ধস হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের কুইজ প্রতিযোগিতা ও সিরাত কনফারেন্স জামায়াত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কর্মীর কৃষক পরিবারের ছেলে আবু তালেব শিক্ষা ক্যাডারে রসায়ন বিভাগে প্রথম ‘দুর্নীতি প্রতিরোধে সৎ ও আদর্শবান নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে’ আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে দেশি-বিদেশি অতিথি যাঁরা খতমে নবুওয়ত মহাসম্মেলন আজ, ঢল নামবে লাখো তৌহিদি জনতার  আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী 

একমাত্র তুরস্কই ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রিসেপ তাইয়েপ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্কই একমাত্র দেশ যারা ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইস্তাম্বুলে ক্ষমতাসীন একে পার্টির অনুষ্ঠানে তিনি বলেন, হলোকাস্টের অপরাধবোধের কারণে পশ্চিমা দেশগুলো ইসরাইলের কর্মকাণ্ডকে উপেক্ষা করছে। তারা ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে। এরদোয়ান পশ্চিমাদের ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন বন্ধ করার আহ্বান জানান।

প্রেসিডেন্ট এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েল তার ক্রমবর্ধমান 'দখলদারিত্ব ও সম্প্রসারণের' ন্যায্যতা প্রমাণ করতে আঞ্চলিক সংঘাতকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, ইয়েমেন, সিরিয়া ও ইরান একটি অজুহাত মাত্র। ইসরায়েলি সরকার তার দখলদারিত্ব ও আগ্রাসন নীতিকে বৈধতা দিতে প্রতিদিন নতুন নতুন যুক্তি উপস্থাপন করছে।

তিনি বলেন, গাজায় আমাদের ভাইয়েরা ৩৬৪ দিন ধরে সব প্রতিকূলতা সত্ত্বেও বীরত্বের সঙ্গে ইহুদিবাদী দখলদারদের প্রতিরোধ করে আসছে।

তুরস্কের অবস্থানের ওপর জোর দিয়ে এরদোয়ান বলেন, আঙ্কারা সম্ভাব্য সব উপায়ে গাজাকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। প্রথম দিন আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম, আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছি। প্রথম দিন আমরা যে মূল্যবোধ রক্ষা করেছি, আজও সেই মূল্যবোধকে রক্ষা করছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ