বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

গরমে নষ্ট হতে পারে মোবাইল-ল্যাপটপ; যেভাবে রাখবেন সুরক্ষিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গরমে অতিরিক্ত ব্যবহারে মোবাইল-ল্যাপটপের মতো যন্ত্রগুলো নষ্ট হয়ে যেতে পারে। গরমে যেভাবে সুরক্ষিত রাখবেন এসব ডিভাইস: 

১. মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করতে গিয়ে যদি মনে হয় ডিভাইসটি অতিরিক্ত গরম হচ্ছে, তাহলে ব্যবহার বন্ধ রাখুন। চার্জে বসিয়ে কাজ না করাই ভালো। হয় তাহলে চার্জ থেকে খুলে ফেলুন। এতে ডিভাইসটির ব্যাটারি ও সফটওয়্যার ঠাণ্ডা হওয়ার সময় পাবে।

২. মোবাইল ফোন যদি গরম হতে থাকে, সবার প্রথমে উচিত ব্রাইটনেস কমানো। ফোনটির ফ্লাইটমোড অপশন চালু করলে মোবাইলের তাপমাত্রা কমতে থাকবে।

৩. সরাসরি রোদ থেকে ডিভাইসগুলোকে দূরে রাখাই শ্রেয়। যতটা সম্ভব ঠাণ্ডা জায়গায় রেখে ব্যবহার করা উচিত। মোবাইল ফোনের ক্ষেত্রে কভারটি খুলে দিতে পারেন। ল্যাপটপ গরম হলে তা উল্টে রাখলেও কিছুটা ঠাণ্ডা হবে ডিভাইসটি।

৪. বিশেষ করে ল্যাপটপ, টিভির ক্ষেত্রে অতিরিক্ত কুলিং প্যাড লাগাতে পারেন। তাতে সেই ফ্যানগুলো ডিভাইসগুলিকে ঠাণ্ডা রাখতে পারবে।

ডিভাইসে আগুন ধরলে যা করবেন

১. আগুন লাগার পরে যদি সম্ভব হয়, তাহলে প্লাগ থেকে ডিভাইসটির চার্জার খুলে দিন। বড় কোনো ইলেকট্রনিক যন্ত্র হলে সবার আগে প্রধান সুইচটি বন্ধ করে দিন।  

২. যদি আগুনের তীব্রতা কম হয় ও নিজেই নিয়ন্ত্রণে আনার মতো হয় তাহলে তা নেভানোর চেষ্টা করুন। তবে ভুলেও জল ব্যবহার করবেন না। কারণ, জল বিদ্যুতের সুপরিবাহী হিসাবে কাজ করে। যা বড় ক্ষতি ডেকে আনতে পারে।

৩. যদি আগুন ছড়িয়ে পড়ে ও আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কোনও ঝুঁকি না নিয়ে দমকল বা আপৎকালীন নম্বরে ফোন করুন।

৪. আগুন লাগা ডিভাইসটি ব্যবহার না করাই ভালো। পরবর্তীতে তা থেকে বড় ক্ষতির সম্ভাবনা থাকে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ