শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে উদ্ধার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিদিন বিভিন্ন কাজে জিমেইল লাগে। ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে আমরা প্রায় সবাই এক বা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় অনেককে। আর এসব অ্যাকাউন্টের মাধ্যমে আদান-প্রদান করা ই-মেইলগুলোতে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য থাকে। তবে প্রায় সময় দেখা যায় আমরা জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে যাই।

এর ফলে অনেক সমস্যায় পড়তে হয়। তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন থেকে জানা জানা যায়, কিছু পদ্ধতি অনুসরণ করলে জিমেইলের নতুন পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন-

১. জিমেইলের লগইন পেজে প্রবেশ করুন।

২. জিমেইল আইডিটি টাইপ করুন ও 'নেক্সট' অপশনে ক্লিক করুন।

৩. পাসওয়ার্ড টাইপ লেখার বক্সের নিচে 'ফরগেট পাসওয়ার্ড' অপশনে ক্লিক করুন।

৪. আপনার যদি জিমেইলে বর্তমানে ব্যবহৃত পাসওয়ার্ড মনে না থাকে, তবে আগে ব্যবহার করা পাসওয়ার্ড দিন। যদি তাও মনে না থাকে, তবে 'Try another way' অপশনে যান।

৫. এরপর গুগল আপনার ফোনে ৬টি ডিজিটের কোড নম্বর পাঠাবে। কোড নম্বরটি দিয়ে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

৬. যদি গুগল অ্যাকাউন্টে আগে থেকেই কোনো ফোন নম্বর যুক্ত করা না থাকে বা আপনার ফোন কাছে না

থাকে, তবে জিমেইল খোলার সময় যে বদলি মেইল অ্যাড্রেস দিয়েছিলেন, গুগল সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনার জিমেইলের সঙ্গে যদি বদলি কোনো মেইল অ্যাকাউন্ট যুক্ত করা না থাকে, তবে আবার 'Try another way' অপশনে যান।

৭. আপনি ঢুকতে পারবেন এমন যেকোনো মেইল আইডি চাইবে গুগল। মেইল আইডিটি দেওয়ার পর গুগল তাতে কোড পাঠাবে।

৮. ওই ই-মেইল থেকে কোড নিয়ে গুগলের ডায়ালগ বক্সে দিতে হবে।

৯. জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।

নতুন পাসওয়ার্ড তৈরির সময় পাসওয়ার্ডটি যেন শক্তিশালী হয় তা খেয়াল রাখতে হবে। নতুন পাসওয়ার্ডে তৈরি ক্ষেত্রে বর্ণ ও পাসওয়ার্ড মিলিয়ে অন্তত ৮টি বর্ণ ব্যবহার করুন।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ