বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ।। ২৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৭


১০০ আসনে খেলাফত আন্দোলনের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে বটগাছ প্রতীকে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় ঢাকা-৭ আসন থেকে নির্বাচন করবেন দলের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

বৃহস্পতিবার ( ১১ডিসেম্বর) বেলা ১১টায় লালবাগ কিল্লার মোড় কেন্দ্রীয় দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করা হয়। তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী।

এ তালিকা প্রাথমিক পর্যায়ে ঘোষণা করা হয়েছে, বাকি আসনে প্রার্থী তালিকা পরবর্তীতে ঘোষণা করা হবে। আমরা ৮ দলের সাথে আছি, আসন সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আফম আকরাম হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা  সাইফুল ইসলাম জামালী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা তৌহিদুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মাহমুদুল হাসান।

প্রার্থীদের তালিকা :

১। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ঢাকা- ৭

২। মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ফরিদপুর -১

৩। মাওলানা মুজিবুর রহমান হামিদী ব্রাহ্মণবাড়িয়া-৫

৪। মুফতি সুলতান মহিউদ্দিন কুমিল্লা- ১

৫। আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি নারায়ণগঞ্জ-৩

৬। মাওলানা আব্দুর রহমান খান তালুকদার ভোলা -২

৭। অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল ফরিদপুর-২

৮। মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জ -৪

৯। হাজী জালাল উদ্দিন বকুল ঢাকা -২

১০। হাজী আঃ মালেক ঢাকা- ৪

১১। অধ্যক্ষ রুকোনুজ্জামান রোকন ঢাকা- ৮

১২। মোঃ গোলাম রব্বানী ঢাকা-১০

১৩। মাওলানা আব্দুল মান্নান ঢাকা -১১

১৪। মাওলানা সাঈদ আব্দুল্লাহ ঢাকা -১২

১৫। এডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী ঢাকা -১৩

১৬। মাওলানা তৌহিদুজ্জামান ঢাকা -১৬

১৭। মাওলানা আলী আব্বাস ঢাকা -১৯

১৮। মাওলানা মাওলানা ফরিদুল ইসলাম ঢাকা -২০

১৯। মাওলানা আনোয়ার উল্লাহ ভূইয়া ফেনী -১

২০। আবুল হোসেন ফারুকী ফেনী -২

২১। অ্যাডভোকেটখালেকুজ্জামান ফেনী -৩

২২। মুফতি আব্দুল আজিজ চট্টগ্রাম -৫

২৩। ‍মাওলানা রশিদুল হক বিএসসি চট্টগ্রাম -৯

 ২৪। হাফেজ মিজানুর রহমান ফরিদপুর -৩

২৫। শায়খুল হাদিস আব্দুল কুদ্দুস তালুকদার শরীয়তপুর -১

২৬।মওলানা মাহমুদুল হাসান শরীয়তপুর -২ ও ঢাকা-৫

২৭। হাফেজ মাওলানা আব্দুল্লাহ শরীয়তপুর -৩

২৮। মুফতি ইলিয়াস কাসেমী মাদারীপুর -৩

২৯। মাওলানা নজির আহমদ কুমিল্লা -২

৩০। মাওলানা আরশাদুর আলম কুমিল্লা -৩

৩১। মাওলানা জানে আলম কুমিল্লা -৬

৩২। মাওলানা আব্দুল আজিজ খোমেনী কুমিল্লা -৮

৩৩। মাওলানা রফিকুল্লাহ চাঁদপুর -১

৩৪। মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুর-২

৩৫। অধ্যক্ষ রুকুনুজ্জামান রোকন চাঁদপুর-৩

৩৬। মাওলানা মনোয়ারুল ইসলাম চাঁদপুর ৪

৩৭। মাওলানা মনিরুল ইসলাম কাসেমী চাঁদপুর-৫

৩৮। মাওলানা এহতেরামুল হক উজানী নোয়াখালী-১

৩৯। মাওলানা বেলাল হোসেন নোয়াখালী -২

৪০। অ্যাডভোকেট করিম হোসেন নোয়াখালী-৪

৪১। মোহাম্মদ বেলাল শাহ নোয়াখালী-৫

৪২। মাওলানা ইসমাইল মাহমুদ লক্ষীপুর-২

৪৩। মাওলানা গাজী নাসির উদ্দিন সিলেট -১

৪৪। মাওলানা বদরুল হক সিলেট-৬

৪৫। মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ-২

৪৬। মাওলানা বেলাল হোসেন মাদানী নারায়ণগঞ্জ -১

৪৭।মাওলানা ফয়সাল বিন হাশেম নারায়ণগঞ্জ -২

৪৮। মাওলানা শেখ সাদী নারায়ণগঞ্জ-৪

৪৯। মাওলানা মিজানুর রহমান মুন্সিগঞ্জ -১

৫০। মাওলানা আতিকুল্লাহ মুন্সিগঞ্জ -২ 

৫১। মাওলানা সিদ্দিকুর রহমান মুন্সিগঞ্জ -৩

৫২। মুক্তিযোদ্ধা ক্বারী মাসুদুল হক কিশোরগঞ্জ-৬

৫৩। মাওলানা আবু হুরায়রা কিশোরগঞ্জ ১

৫৪। মুফতি মাহমুদুর রহমান নেত্রকোনা- ১ 

৫৫। মোঃ আব্দুর রহিম নেত্রকোনা- ২

৫৬। হাফেজ আনোয়ার শাহ নেত্রকোনা -৫

৫৭। মুফতি শিহাব উদ্দিন কাসেমী গোপালগঞ্জ-১

৫৮। মাওলানা দ্বীন মোঃ গোপালগঞ্জ -২

৫৯। মুফতি আব্দুর রহিম গোপালগঞ্জ -৩

৬০। মোঃ আরশাদ আলম কুষ্টিয়া -৩

৬১। মাওলানা তৌহিদুজ্জামান যশোর-৩

৬২। মাওলানা হাফিজুর রহমান সরদার গাইবান্ধা ১

৬৩।একেএম বিন কাসেম চৌধুরী গাইবান্ধা ২

৬৪। মুফতি মইনুদ্দিন নড়াইল-১

৬৫। মুফতি ইমরান নড়াইল -২

৬৬। মুফতি মোশাররফ হোসেন নরসিংদী -১

৬৭। মাওলানা জুবায়ের আহমদ নরসিংদী ২

৬৮। আব্দুল্লাহ টিটু নরসিংদী -৩

৬৯।মাওলানা ইসমাইল ভাওয়ারী নরসিংদী- ৪

৭০। মাওলানা জালাল উদ্দিন নরসিংদী-৫

৭১। মাওলানা আলী হায়দার গাজীপুর-২

৭২। মাওলানা রফিকুল ইসলাম মাদানী গাজীপুর ৩

৭৩। মাওলানা কবির হোসেন গাজীপুর-৪

৭৪। মুফতি সানাউল্লাহ গাজীপুর -৫

৭৫। ইব্রাহিম খলিল নোমানী গাজীপুর -৬

৭৬। মাওলানা আরিফ আহমদ ময়মনসিংহ-১

৭৭। মাওলানা আহমদ আলী ময়মনসিংহ- ৬

৭৮। মুফতি খলিলুর রহমান বিন আঃ গনী ময়মনসিংহ -১০

৭৯। মাওলানা আব্দুল লতিফ সিরাজী পিরোজপুর -৩

৮০। মাওলানা জুবায়ের হাসান মাগুরা ১

৮১। মাওলানা মশিউর রহমান খুলনা -১

৮২। মাওলানা ইমরান খুলনা -৩

৮৩। মাওলানা আল আমিন পটুয়াখালী -১

৮৪। প্রফেসর লতিফুর রহমান কুড়িগ্রাম- ১

৮৫। মাওলানা  সাজিদুর রহমান সাতক্ষীরা -৪

৮৬। মাওলানা ইলিয়াস ঢালী বরিশাল-৩

৮৭। মাওলানা সাইদুর রহমান বরিশাল- ৪

৮৮। মাওলানা সানাউল্লাহ ফিরোজ বরিশাল -৫

৮৯। মাওলানা সাইফুর রহমান ভোলা- ১

৯০। মাওলানা মিজানুর রহমান ভোলা- ৩

৯১। মাওলানা আবুল কালাম মোহাম্মদ তাহের ভোলা-৪

৯২। জনাব সায়েম চৌধুরী কক্সবাজার -১

৯৩। মাওলানা  এমদাদুল্লাহ কক্সবাজার-৪

৯৪। আলহাজ্ব আব্দুল গফুর পঞ্চগড় -১

৯৫। মাওলানা আবু বকর লালমনিরহাট-১

৯৬। মাওলানা নুরুজ্জামান ঠাকুরগাঁও- ৩

৯৭। মাওলানা রফিকুল ইসলামন নওগাঁ- ৬

৯৮। মুফতি আবুল হাসান কাসেমী ঝালকাঠি-১

৯৯। মাওলানা হেলাল উদ্দিন  খাগড়াছড়ি -১

১০০। মাওলানা আব্দুল মান্নান রাঙ্গামাটি -১

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ