সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭


আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে ইনশাআল্লাহ। ধানের শীষ হল উন্নয়নের মার্কা। তাই তিনি প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে সালাম পৌঁছে দেওয়া জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ১৬/১৭ বছর অপেক্ষা করেছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা হবে। মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর হলে চকরিয়া-পেকুয়া হবে শহর। খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন,  বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা হিসেবে উপাধি দিয়েছে। বাংলাদেশকে অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলীসহ ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ