তেপ্পান্ন চুয়ান্ন বছরে সকল শাসকের শাসন দেখা শেষ, এবার ইসলামি শাসনব্যবস্থা দেখবো বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জে হাতপাখায় ভোট চেয়ে নির্বাচনী গণমিছিল শেষে নেতাকর্মীসহ ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
হাতপাখার প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী বলেন, তেপ্পান্ন-চুয়ান্ন বছরে আমরা সকল শাসকের শাসন দেখেছি। সুফলা সুজলা শষ্য শ্যামল এই বাংলাদেশ বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বার বার কলঙ্কিত হয়েছে। সকলের শাসন ব্যবস্থা দেখা শেষ। তেপ্পান্ন চুয়ান্ন বছরে যে শাসনব্যবস্থা আমরা দেখিনি, এবার আমরা সকলে মিলে সেই ইসলামি শাসনব্যবস্থা দেখবো, ইনশাআল্লাহ। আজকে এই জনসমুদ্রে আপনাদের উপস্থিতি ঈমানি দায়িত্ব। এটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কাজ।
ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা সভাপতি ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— দলের জেলা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অনারারী ক্যাপ্টেন (অবঃ) মো. ইব্রাহিম, সহ-সভাপতি মহি উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি রাশেদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, এমপি প্রার্থী জাকিরের নেতৃত্বে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে অন্তত ১০ হাজার নেতাকর্মী-সমর্থক অংশগ্রহণে গণমিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এনএইচ/