শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানালো বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

মহাসচিব শিক্ষকদের প্রতি শুভেচ্ছা ও সংহতি জানিয়ে বলেন, শিক্ষক সমাজ জাতির বিবেক। তাদের প্রতি অবিচার মানে জাতির ভবিষ্যৎকে বিপন্ন করা। সরকারের উচিত অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং শিক্ষা খাতের প্রতি সম্মান ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, বর্তমান আন্দোলন কোনো দলীয় বা ব্যক্তিগত স্বার্থের নয়; এটি ন্যায় ও মর্যাদার আন্দোলন। বাংলাদেশ খেলাফত মজলিস সর্বস্তরের শিক্ষকদের পাশে রয়েছে এবং থাকবে।

পরশু দিন ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর যে বর্বর হামলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাওলানা জালালুদ্দিন আহমাদ। তিনি বলেন,  একজন শিক্ষককে আঘাত করা মানে জাতির চেতনাকে আঘাত করা। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শেষে শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, সরকার যদি এখনই পদক্ষেপ না নেয়, তবে জাতি শিক্ষাক্ষেত্রে এক গভীর সংকটের মুখে পড়বে।

এ সময় সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ