শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

নির্বাচনের আগে গণভোটের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানকে কেন্দ্র করে আগামী নির্বাচনের আগে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিল পূর্ব সমাবেশে বলেন, জুলাই সনের আইনি ভিত্তি নিশ্চিত করা দেশের বাঁচা-মরার প্রশ্ন।

মাওলানা মামুনুল হক বলেন, “আমাদের সন্তানদের রক্তের ওপর ক্ষমতার মসনদে বসে আজও জুলাই সনের আইনি ভিত্তি নিশ্চিত করতে পারেননি। এটি লজ্জার বিষয়।” তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে জনগণ জানতে চায়—দেশ কি বাহাত্তরের ধারায় চলবে, নাকি বৈষম্যবিরোধী চেতনার ধারায় পরিচালিত হবে।

তিনি আরও বলেন, ৫৩ বছর ধরে একাত্তরের চেতনার নামে বাহাত্তরের ভেজাল চেতনা প্রচার করা হয়েছে। স্বাধীনতার সময়ও বাংলাদেশের সংবিধান প্রকারান্তরে ভারতের কাছে বিক্রি হয়েছে, যা তিনি সমালোচনা করেন।

খেলাফত মজলিসের নেতারা বলেন, জুলাই সনের আইনি ভিত্তি নিশ্চিত করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করা হবে, এবং এর বিকল্প কোনো পথ নেই। বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তৃতা দেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। উত্তরগেট সমাবেশ শেষে গণমিছিল প্রেসক্লাব হয়ে বিজয়নগরে শেষ হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ