বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


ঐক্য হতে হবে কোরআনের আদলে: জমিয়ত নেতা খাদিমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদিমানী বলেন, বর্তমান দেশের পেক্ষাপটে আমরাও ঐক্য চাই। তবে এই ঐক্য হতে হবে কোরআনের আদলে। কোরআন বর্ণিত আয়াত (অর্থ: তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে আকড়ে ধরো) এখানে বি-হাবলিল্লাহ তথা আল্লাহর রজ্জু এর ব্যাখ্যা হলো কোরআন। কোরআনের বিধানকে প্রশ্নহীন আনুগত্যের ভিত্তিতে ঐক্যের কথা বলা হয়েছে। কোরআনুল কারিমে যেখানে নবীদের নিষ্পাপ বলা হয়েছে, যেখানে সাহাবাদের ন্যায়পরায়ণতার ল কথা বলা হয়েছে। সেখানে যারা আদালতে সাহাবা ও নবীদের নিষ্পাপ মানেনা তাদের সাথে ঐক্য হলো কোরআনের নীতি বিরোধী।

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে শরীফপুর ইউনিয়ন জমিয়তের উদ্যোগে মহানবী সা. এর জীবন ও কর্ম শীর্ষক সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা ফয়জুল হাসান খাদিমানী।

 বৃহস্পতিবার (৯ অক্টোবর) শরীফপুর আমতলা বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ইসহাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ও ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি বাহাউল ইসলাম ইকবাল ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আযাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা জামিল আহমদ আনসারী, জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা শেখ আব্দুল জব্বার, সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জামিল আহমদ আনসারী বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে রাসূল সা. এর সীরাতের অনুসরণ-অনুকরণ করার বিকল্প নেই। সীরাতের সঠিক অনুসরণের জন্য রাসূলের সিরাত ও তার সাহাবাদের আদালত সমুন্নত রাখার দায়িত্বও উলামায়ে কেরামদের।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ