শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

ঐক্য হতে হবে কোরআনের আদলে: জমিয়ত নেতা খাদিমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদিমানী বলেন, বর্তমান দেশের পেক্ষাপটে আমরাও ঐক্য চাই। তবে এই ঐক্য হতে হবে কোরআনের আদলে। কোরআন বর্ণিত আয়াত (অর্থ: তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে আকড়ে ধরো) এখানে বি-হাবলিল্লাহ তথা আল্লাহর রজ্জু এর ব্যাখ্যা হলো কোরআন। কোরআনের বিধানকে প্রশ্নহীন আনুগত্যের ভিত্তিতে ঐক্যের কথা বলা হয়েছে। কোরআনুল কারিমে যেখানে নবীদের নিষ্পাপ বলা হয়েছে, যেখানে সাহাবাদের ন্যায়পরায়ণতার ল কথা বলা হয়েছে। সেখানে যারা আদালতে সাহাবা ও নবীদের নিষ্পাপ মানেনা তাদের সাথে ঐক্য হলো কোরআনের নীতি বিরোধী।

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে শরীফপুর ইউনিয়ন জমিয়তের উদ্যোগে মহানবী সা. এর জীবন ও কর্ম শীর্ষক সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা ফয়জুল হাসান খাদিমানী।

 বৃহস্পতিবার (৯ অক্টোবর) শরীফপুর আমতলা বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ইসহাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ও ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি বাহাউল ইসলাম ইকবাল ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আযাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা জামিল আহমদ আনসারী, জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা শেখ আব্দুল জব্বার, সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জামিল আহমদ আনসারী বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে রাসূল সা. এর সীরাতের অনুসরণ-অনুকরণ করার বিকল্প নেই। সীরাতের সঠিক অনুসরণের জন্য রাসূলের সিরাত ও তার সাহাবাদের আদালত সমুন্নত রাখার দায়িত্বও উলামায়ে কেরামদের।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ