বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশবাসীর প্রতি পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’ 

সাঈদীর ছেলের হাতে জামায়াতের সদস্য হলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা প্রায় ১৫ বছর ধরে কোণঠাসা থাকা জামায়াতে ইসলামী দেশজুড়ে অব্যাহতভাবে তাদের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবার দলটির মরহুম নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জামায়াতে যোগ দিলেন চার হিন্দু ধর্মাবলম্বী। 

মঙ্গলবার (২২ এপ্রিল) পিরোজপুরের ইন্দুরকানীতে জামায়াতে যোগদানকারীরা হলেন—স্কুলশিক্ষক পলাশ কান্তি মন্ডল (৪৭), রবিন ডাকুয়া (৩৫), রতন বিশ্বাস (৪২) এবং বিমল ব্যাপারী (৫০)। তারা ইন্দুরকানী ও আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এদের সদস্য ফরম পূরণ প্রক্রিয়াটি গতকাল ইন্দুরকানী সদর ইউনিয়নে একটি গণসংযোগ কর্মসূচির সময় সম্পন্ন হয়। কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জামায়াতের পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী ও উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, ‘উল্লেখযোগ্য সংখ্যক নতুন সদস্য যুক্ত হয়েছেন। এটা প্রমাণ করে, আমাদের কার্যক্রম সবার মাঝেই সাড়া ফেলছে।’

১১ এপ্রিল শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এতে আরও কয়েকশ সহযোগী সদস্য সংগ্রহের তথ্যও জানিয়েছে দলটি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ