শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


কাদিয়ানী ইস্যুতে সংসদীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আল্লামা ওবায়দুল্লাহ ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খতমে নবুয়তের আকিদা কোরআন দ্বারা প্রমাণিত। তিনি বলেন, “আল্লাহ নিজেই বলেছেন রাসূলুল্লাহ ﷺ হলেন ‘খাতামুন নাবিয়্যিন’। তাই এই দৃঢ় ঘোষণা থাকা অবস্থায় নতুন কোনো নবীর দাবি গ্রহণযোগ্য নয়।”

ঢাকায় অনুষ্ঠিত খতমে নবুয়ত মহাসম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক (দামাত বারকাতুহু) এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “নবুওয়তের পর নতুন দাবিদাররা ইসলামী আকিদার বাইরে অবস্থান করে—এটি উম্মাহর সর্বসম্মত মত।”

খতমে নবুয়ত রক্ষার আন্দোলনকে ধারাবাহিক রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই আন্দোলন থামবে না। আগামী সরকার যেই আসুক, সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিল পাশ না হওয়া পর্যন্ত দাবি অব্যাহত থাকবে।”

তিনি উল্লেখ করেন, “প্রয়োজনে শান্তিপূর্ণ কর্মসূচি, গণআন্দোলন ও জাতীয় দাবি হিসেবে বিষয়টি সামনে রাখা হবে, যতদিন না সংসদীয় সিদ্ধান্ত আসে।”

সম্মেলনে বক্তারা খতমে নবুয়তের আকিদা রক্ষায় সার্বিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ