শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


ফতোয়া নয়, এবার রাষ্ট্রীয় ঘোষণা চাই: মুফতি মিজানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারকাতুহুম বলেছেন, কাদিয়ানীদের বিষয়ে নতুন করে কোনো ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই; বিশ্বের বিভিন্ন দেশে আগেই তাদের অমুসলিম ও কাফের ঘোষণা দেওয়া হয়েছে। এখন করণীয় হলো— বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা নিশ্চিত করা।

আজ ( ১৫ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত খতমে নবুওয়তের মহাসম্মেলনে তিনি বলেন, “এ সম্মেলন থেকে আমরা আর রক্ত দিতে চাই না। যদি আগামী সরকার এখানকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে— তাহলে ভালো কথা। আর যদি তা না হয়, প্রয়োজনে বাংলাদেশের ঈমানদার যুবকরা রক্ত দেবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, মুসলমানদের ঈমানের নিরাপত্তা রক্ষায় সরকারের সুস্পষ্ট অবস্থান গ্রহণ অত্যন্ত জরুরি। এ দাবিতে ওলামায়ে কেরাম ও সাধারণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে তার বক্তব্য উপস্থিত মুসলিম জনতার মাঝে উচ্ছ্বাস ও দৃপ্ততা তৈরি করে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ