শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হচ্ছে আমাদের একটি গুরুদায়িত্ব। আমি ঘোষণা করেছি যে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।”

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “গণভোটে চারটি বিষয়ের ওপর একটি ভোট গ্রহণ করা হবে।”

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ