রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘বাবরি মসজিদ ধ্বংস বিশ্ব মুসলিমের ওপর রাজনৈতিক আগ্রাসন’ ‘সংসদে যেতে পারলে সব স্তরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলব’ ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৭ শিশু ইসলামি শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, জনগণ রুখে দেবে: ইবনে শাইখুল হাদিস ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১ মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ ফেনী সাহিত্য ফোরাম লেখক সম্মাননা পেলেন কাজী সিকান্দার আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে: পীর সাহেব চরমোনাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী

ফের বাংলাদেশ সফরে পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা ইলিয়াস গুম্মান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব

এক বছরের মাথায় আবারও বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের বিখ্যাত আলেম, মুতাকাল্লিমে ইসলাম, তরজুমানে আহলে সুন্নত ওয়াল জামাত মাওলানা ইলিয়াস গুম্মান। তাঁর এই সফরের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করছে আল-মারকাজুল ইসলামী।

গত বছর নভেম্বরে মাওলানা ইলিয়াস গুম্মান বাংলাদেশ সফর করেন। এক বছরের ব্যবধানে তিনি আবার বাংলাদেশে এসেছেন।

দীর্ঘদিন ধরে ইসলামি দাওয়াত, আহলে সুন্নাতের আকিদার প্রচার এবং সমকালীন প্রেক্ষাপটে ইসলামের যুক্তিনির্ভর উপস্থাপনায় আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত মাওলানা ইলিয়াস গুম্মান। তাঁর বয়ান, বক্তৃতা ও গবেষণাধর্মী আলোচনা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে প্রশংসিত।

তাঁর সফরসূচি সম্পর্কে জানতে চাইলে আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম বলেন, আজ রাতে ফাইনাল শিডিউল হলে আমরা জানাবো। ইতোমধ্যে হজরতের প্রথম প্রোগ্রাম চট্টগ্রামের জিরি মাদরাসায় সম্পন্ন হয়েছে। আজ রাতে তিনি আল-মারকাজুল ইসলামীর মূল কার্যালয়ের মেহমানখানায় আরাম করবেন এবং কাল থেকে ধারাবাহিক প্রোগ্রাম শুরু করবেন ইনশাআল্লাহ।

আল-মারকাজুল ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের ইসলামি শিক্ষা, সমাজকল্যাণ, মানবিক সেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশ্ব ইসলামি চিন্তাবিদদের সঙ্গে দ্বীনি সম্পর্ক জোরদার ও জ্ঞান-বিনিময়ের ক্ষেত্রে এই সফরকে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ