সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার সর্বোচ্চ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি জানান, দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করলে ৩ লাখ টাকা এবং আহত হয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এ সময় নিহত দুই পরিবারের হাতে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা এবং একজন আহত ব্যক্তির পরিবারকে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, “এ অর্থ অনুদান নয়, বরং ভুক্তভোগীদের অধিকার। অনেক পরিবার এই সহায়তা সম্পর্কে জানে না, তাই বিষয়টি নিয়ে আরও প্রচার দরকার।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক সুলতানা আক্তার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিআরটিএর ঢাকা বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক, রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিনসহ পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ