রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ ।। ২০ পৌষ ১৪৩২ ।। ১৫ রজব ১৪৪৭


জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় ঐকমত্য কমিশন শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের এলডি হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সভা করেছে।

সভায় অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম এ মতিন, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূঁইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

সভায় কমিশনের প্রস্তাবিত সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশমালা ও রাজনৈতিক দলগুলোর মতামত এবং উদ্বেগ তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা তাদের বিশ্লেষণ ও পরামর্শ প্রদান করেন, যা রাজনৈতিক দলের অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে কাজে লাগবে।

কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশগ্রহণ করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ