শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নতুন নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, কারাগারকে শুধু শাস্তির জায়গা নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া প্রণয়ন শেষ হয়েছে এবং অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

কারাগারে অতিরিক্ত বন্দীর চাপ সামলাতে ইতোমধ্যে দুটি নতুন কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া কার্যকর তদারকি নিশ্চিত করতে ঢাকা বিভাগকে ভেঙে দুটি আলাদা বিভাগ করা হয়েছে বলেও জানান তিনি।

পলাতক আসামিদের প্রসঙ্গে আইজি প্রিজন জানান, এখনো প্রায় ৭০০ আসামি—এর মধ্যে জঙ্গিরাও রয়েছে—পলাতক রয়েছে। আর লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ চলছে, ইতোমধ্যে ২৮টি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং তথ্যদাতাদের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, কারা অধিদপ্তর মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানে রয়েছে এবং বন্দিদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ